ছড়া

আলাউদ্দিন হোসেনের গুচ্ছ ছড়া

শ্রেষ্ঠ বাঙালি

তুমি ছিলে তুমি আছো 
থাকবে সারাক্ষণ,
তোমার জন্য কাঁদে আজো
কোটি বাঙালির মন।

ইতিহাসের পাতায় পাতায়
থাকবে আজীবন 
তোমার মত বাঙালিকে
ভুলবো না এই পণ।

তুমি হিম্মত তুমি গর্জন
তুমি জয়ের শক্তি,
আমরা তোমার অনুসারী
করে যাবো ভক্তি।

তুমি ত্যাগী তুমি বাঙালি
তুমি মোদের প্রাণ
লাল-সবুজের নিশান তুলে
গাইব তোমার গান।

১৫ আগস্ট

সোনার দেহে নির্বিচারে
করছে যারা গুলি,
দেশের শত্রু জাতির শত্রু
কেমনে তাদের ভুলি?

দেশের বুকে এমনই খুন
মানা কি আর যায়?
বিচার তাদের হবেই হবে
স্বাধীন এ বাংলায়।

সোনার দেহে নির্বিচারে
আঘাত করছে যারা,
এই বাংলায় বিচার হবে
কেউ পাবে না ছাড়া।

বাংলার মহানায়ক

তুমি গড়েছো সোনার বাংলা
ঘোষণা দিয়ে যুদ্ধ,
তোমার ডাকে সারা দিয়েছে
কিশোর-যুবা-বৃদ্ধ।

তোমার ডাকে সারা দিয়েছে
লক্ষ-কোটিই হেসে,
দেশের হয়ে রক্ত ঢেলে
জীবন দিয়েছে শেষে।

তুমি নায়ক, মহানায়ক
বাঙালিদের তরে,
বীর বাঙালি মনেপ্রাণেই 
তোমায় ভক্তি করে।

সব বাঙালি কালে কালেই
করেও যাবে শ্রদ্ধা,
তুমি বাংলার মহানায়ক
তুমি অমর যোদ্ধা।

মুজিব হত্যা

যুক্তি করে দেশের রত্ম
হত্যা করেছে যারা,
এই বাংলায় জনমভরে
দেশদ্রোহী যে তারা।

বুদ্ধি দিয়ে অস্ত্র দিয়ে
নিয়েছে যারাই প্রাণ,
তাদের দেহে লেগে আছে
মুজিব হত্যার ঘ্রাণ।

নির্বিচারে গুলি করেছে
হত্যা করেছে যারা,
নির্দয়ারা ঘৃণিত পশু
অভিশপ্তও তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *