ছড়া

রেবেকা ইসলাম- এর গুচ্ছ ছড়া

ইকড়ি মিকড়ি চিকড়ি

ইলিক পাতা ঝিলিক পাতা
ইকড়ি মিকড়ি চিকড়ি
যেমন খুশি তেমন সাজোয়
করছে খুকু বিক্রি।

হলুদ সবুজ রিনিক ঝিনিক
চুড়িওয়ালি বুড়ি
পরনে তার ডুরে শাড়ি
মাথায় বেতের ঝুড়ি।

খুকুমণি প্রথম হল
চেয়ারম্যানের ডিক্রি
ইলিকপাতা ঝিলিক পাতা
ইকড়ি মিকড়ি চিকড়ি।

বিষ্টি ও খুকুর ছড়া

আকাশ ভরা রোদের খেলা
সময় তখন দুপুর ছিল
টিনের চালে কাক শালিকের
লম্ফ ঝাপুর ঝুপুর ছিল
গরম তাপে খুকুমণি
মেঝের পরে উপুড় ছিল
হঠাৎ এল বিষ্টিধারা
শব্দ টাপুর টুপুর ছিল
নাচল খুকু উঠোন জুড়ে
পায়ে রূপোর নূপুর ছিল
ঝিকিমিকি নূপুর দুটো
আগে মেঝ ফুপুর ছিল।

ব্যাগের  ভারে খোকন কাৎ

ইরল বিরল  চিরল পাতা
খোকার ব্যাগে অনেক খাতা
বিন্নি ধানের মুড়কি খই
আরো আছে দশটা বই
কলাপাতায় গরম ভাত
ব্যাগের  ভারে খোকন কাৎ!

 খোকন

আকাশ জুড়ে মেঘ করেছে
করুক
একটু পড়ে ঝরবে ফোঁটা
ঝরুক
ব্যালকনিতে বসে খোকন
থাকুক
মেঘের ছবি  আঁকবে সুখে
আঁকুক
আসলো দুটি প্রজাপতি
আসুক
মিষ্টি করে খোকন হাসে
হাসুক
টবের ফুলের পরাগ মাখে
মাখুক
এই ছবিটাও আঁকবে খোকন
আঁকুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *