আবু আফজাল সালেহের গুচ্ছ ছড়া

দ্বীপ জ্বালো

ভুলগুলো সব ফুলে ভরুক

ফুলগুলো ভালো

বাঁধা-বিপদ সরিয়ে দিয়ে

ছড়িয়ে পড়–ক আলো।

ভুলগুলো যে কালো কালো

ভালোগুলো আলো

মাথায় যদি আনতে পারো

তবেই দ্বীপ জ্বালো।

মৌমাছির চাক

মা তুমি আর ছুড়বে না ঢিল

এঁটে দাও গো দরজা ও খিল।

ঘর ছাড়িয়ে পেরিয়ে বাঁক

সামনে দ্যাখো বিরাটই চাক,

কিলবিলিয়ে আসবে ছুটে

ঘাড় কামড়িয়ে দেবে টুটে।

মৌমাছি গো মৌমাছিরা

ফুটিয়ে দেবে শক্ত হুল,

হু হু করে জ্বলবে যখন

বুঝবে  তুমি করেছ ভুল।

কোলা ব্যাঙের বিয়ে

বুড়ো ব্যাঙের লাফালাফি

সোনা ব্যাঙের নিয়ে

ভোরবেলাতে উঠেই শুনি

কোলা ব্যাঙের বিয়ে।

রুই কাতলের ডানার ঝাপট

বোয়াল করে কান্না

ঢোড়া সাপের উথাল-পাতাল

মাঝপুকুরে রান্না।

এসব দেখে দোয়েল শ্যামা

পুকুর ভরায় শিসে

মাছরাঙা আর  শালিক ফিঙে

বসে গাছের শীষে।

টাট্টুঘোড়ায় ঘুরবো

ও দাদু রে ও দাদু রে

শোন রে আমার কথা

ডানা ছেড়ে উড়বো আমি

কথা আমার যথা।

দুষ্টু ঢঙের টাট্টু

স্বভাব যাদের গাট্টু

আমি যে চাই জোড়া,

বাজার থেকে কিনে দে তুই

বাহারি রঙ ঘোড়া।

আমি তুই আর মতিন

ও পাড়ার সেই যতিন

ঘুরবো আমরা অচিন দেশে

রাজকুমারের বেশে হেসে,

ভুবন আলোর হাসি

দুগাল ভরা বাঁশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *