কবি ও সাংবাদিক সৈয়দ ইফতেখারের জন্মদিনে কাব্যশীলন এর শুভেচ্ছা

পুরো নাম সৈয়দ ইফতেখার আলম। লেখেন সৈয়দ ইফতেখার নামে। জন্ম, ১৪ই আগস্ট, ৩০শে শ্রাবণ, ঢাকায়। বেড়ে ওঠা, স্কুল-কলেজও এ শহরে। পৈতৃক ভিটা উত্তরবঙ্গে। ২০০৬ সাল থেকে জাতীয় দৈনিকে লেখালেখির শুরু। ধীরে ধীরে কলম, কি-বোর্ডের সীমানা বিস্তৃত করেছেন ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, ফিচার ও কলামে। তবে বই বের করার পক্ষে নন এখনো। কাব্যশীলনের প্রকাশক ও কবি, লেখক ফখরুল হাসান বেশ চাপেই রেখেছেন তাকে ২০২৩ বইমেলায় একটা অন্তত বই করার জন্য।

লেখক সৈয়দ ইফতেখার ‘মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমে’ পড়াশোনা বা উচ্চ শিক্ষা সম্পন্ন করেন। পরে বছর আড়াই পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফিতে। নিতান্তই শখের বসে নির্মাতা হিসেবে তৈরি করেছেন প্রামাণ্যচিত্র ও শর্টফিল্ম। করেছেন অভিনয়ও।

একাধিক স্থান বা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার ক্লাসে ছিলেন অতিথি শিক্ষক হিসেবে।

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে সম্মাননায় ভূষিত হন ২০১৬ সালে।

তরুণ বয়সে সাংবাদিকতায় হাতেখড়ি একুশে টেলিভিশনে মুক্তখবরের মাধ্যমে। পরে কয়েকটি পত্রিকা ও অনলাইনে কাজ করেন প্রতিবেদক হিসেবে। ২০১৪ সালে যুক্ত হন বসুন্ধরা গ্রুপের অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজে। সেখানে বার্তাকক্ষে কাজের পাশাপাশি বিশেষ প্রতিবেদন তৈরি করে কাটে বছর চারেক। পরে যোগ দেন শীর্ষ সংবাদভিত্তিক চ্যানেল সময় টেলিভিশনে। সেখানেও বেশ কয়েক বছর থেকে ২১-এর ডিসেম্বরে আন্তর্জাতিক বিভাগের প্রধান হিসেবে কাজ শুরু করেন দেশের প্রথম বিজনেস চ্যানেল এখন টেলিভিশনে (সিটি গ্রুপের প্রতিষ্ঠান, স্পাইস মিডিয়া লিমিটেড)।

অবসরে পড়াশোনা, সিনেমা দেখা আর খেলাধুলা করে সময় কাটে। যদিও অবসর তেমন একটা মেলে না। প্রিয় খেলা ক্রিকেট।

যোগাযোগ: s.iftekhar.msj@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *