কীর্তিমান শিশুসাহিত্যিক মালেক মাহমুদ-এর জন্মদিনে কাব্যশীলনের শুভেচ্ছা

মালেক মাহমুদ জন্ম:- ৫এপ্রিল ১৯৬৯ সাল। মানিকগঞ্জ জেলার, হরিরামপুর উপজেলার, চালা ইউনিয়নের উত্তরমেরুন্ডী গ্রামে। পিতা:- মোঃ সানাউল্লাহ প্রামাণিক মাতা:- সেরজান বেগম পেশা:- প্রকাশনা মালেক মাহমুদ শিশু-কিশোরদের নিয়ে ভাবেন। লেখেন উপযোগী ছড়া-কবিতা, গল্প, উপন্যাস, জীবনী, প্রবন্ধসহ প্রকাশিত ৬৫টি বই। তাঁর প্রকাশিত বইগুলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ১ শতবর্ষে শত ছড়ায় বঙ্গবন্ধু ২, ছন্দে ছড়া গদ্যে পড়া বঙ্গবন্ধুর জীবনী ৩, শিকড় থেকে শিখরে বঙ্গবন্ধু ৪, ছোটদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ৫,বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব (সম্পাদনা) ছড়া- কবিতা ৬. এক দুই তিন ৭. সবুজের হাসি ৮. কাগজের নাও ৯. সোনার থালায় চাঁদকে রাখি ১০. যমুনা তুই দুষ্ট ছিলি ১১. আমার গাঁয়ের মাটি ১২.. ফুল কুঁড়ি ১৩. ফড়িং পাখি ফুলের আঁখি ১৪. ছড়ার বই ছড়া কই? ১৫. হতচ্ছড়া হুলো বিড়াল ১৬. মেঘের নদী ১৭. মেয়ের আঁকা বাবার ছড়া ১৮. গঙ্গবুড়ির পালের নাও ১৯. যা পাই তাই খাই ২০. বলতে পারো কেউ ২১. একশ ফুলের ঢেউ ২২. ছড়াগুলো ছড়া নয় ২৩. তাল পাতার বাঁশি ২৪. পুতুর রানির ছড়া ২৫. লাউয়ের মাচায় ঝিঙেফুল ২৬. ছড়া টম টম ২৭. ছড়ার বুড়ি উল্ট হাঁটে ২৮. ফুলের গন্ধে মুগ্ধ সকাল ২৯. বৃষ্টি আমার বন্ধু ৩০. সোনা ঝরা চিকচিকে রোদ ৩১.আত্মভোলা মনটা আমার ৩২. ছড়া সমগ্র -১ ৩৩ ছড়া সমগ্র – ২ ৩৪. একুশ আমার পতাকা আমার ৩৫. নির্বাচিত ছড়া-কবিতা ৩৬. ফোকলা দাঁতের ছড়া ৩৭. ছড়ার নাতি পাগলা হাতি ৩৮. হাওয়াইগাড়ি ৩৯. আমার দুচোখ জলের কপাট বড়দের জন্য ৪০.চুটকি ছড়া- ১ ৪১. চুটকি ছড়া – ২ শিশুতোষ গল্পের বই ৪২.ব্যাঙ উড়ে আকাশে ৪৩ অদ্ভুত এক প্রাণি ৪৪. চাঁদের দেশে ভম্বল ৪৫. নীল ঘোড়া ও ব্যাঙ ৪৬. চাঁদপরি ৪৭. লাল মোরগের কুককুরকু ৪৮. ঘুড়ি ৪৯. ছোটমামার ভূতবাড়ি ৫০. হাতি এলো ব্যাঙের বাড়ি ৫১. ফিলু ফকিরের হিরের থলে ৫২ লাল রঙের গল্প ৫৩. নাসিরউদ্দিন হুজ্জার গল্প ৫৪. সবুজ প্রজাপতি লাল ফড়িং ৫৫. কালো পরি ৫৬. অয়ন ও একটি গাছ ৫৭. ভুতপরির ঘরবাড়ি জীবনীগ্রন্থ ৫৮.শেরেবাংলা এ কে ফজলুল হক প্রবন্ধ ৫৯. বরেণ্য পঁচিশ বাঙালি ৬০. বাঙালি পঁচিশ বিজ্ঞানী উপন্যাস ৬১. বটগাছে সাতটি পাখি ৬২. শত বছর পরে সম্পাদনা – ৩টি শিশুসাহিত্য সারথি সহসম্পাদক। কৃত্তিমান এই লেখকের জন্মদিনে কাব্যশীলনের পক্ষ থেকে শুভেচ্ছা।

One thought on “কীর্তিমান শিশুসাহিত্যিক মালেক মাহমুদ-এর জন্মদিনে কাব্যশীলনের শুভেচ্ছা

  • এপ্রিল ৫, ২০২২ at ৫:১৬ পূর্বাহ্ণ
    Permalink

    কৃত্তিমান শব্দের অর্থ কী?

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *