শিল্প-সংস্কৃতি

আজ শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফের জন্মদিন

ইমরুল ইউসুফ। শিশুসাহিত্যিক-লেখক-কবি-সাংবাদিক, ফিচার রাইটার। পেশা চাকরি। নেশা লেখালেখি, সাংবাদিকতা। দীর্ঘ ২৪ বছর কাজ করেছেন দৈনিক ভোরের কাগজে। কাজ করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশনে। প্রকাশিত বইয়ের সংখ্যা ৩৭টি। এর মধ্যে শিশুতোষ বইয়ের সংখ্যাই বেশি। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তিনি লেখালেখি ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত। এদেশের জাতীয় পত্র-পত্রিকা, দেশ-বিদেশের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল-সহ কলকাতার পত্র-পত্রিকায় তার অসংখ্য ফিচার, রিপোর্ট, গল্প, কবিতা, ছড়া প্রকাশিত হয়েছে। যেগুলোর সংখ্যা প্রায় আড়াই হাজার। ইমরুল ইউসুফ-এর জন্ম ১৯৭৭ সালের ৪ঠা এপ্রিল সাতক্ষীরার কালীগঞ্জে। বর্তমানে তিনি বাংলা একাডেমির উপপরিচালক পদে কাজ করছেন। বাবা প্রথিতযশা সাহিত্যিক গাজী আজিজুর রহমান। মা শরীফা খাতুন মিনা। স্ত্রী শামীমা আক্তার বনানী। কন্যা ইসাবা ইলমি প্রিয়তি। ইমরুল ইউসুফ লেখালেখি করছেন দীর্ঘদিন। তাঁর পরিবার থেকেই শুরু হয়েছে লেখালেখির পাঠ। বাবার দেখাদেখি ছোটোবেলা থেকেই লিখতে শুরু করেন। তাঁর লেখার বিষয়ভাবনা বেশ বৈচিত্র্যময়। চিত্রকল্প সংবলিত খোশখেয়ালের মজার মজার গল্প, ছড়া, কবিতা, বিশিষ্ট ব্যক্তিদের জীবনীÑ বিশেষ করে শিশুতোষ গদ্য যে-কোনো শিশু-কিশোর পাঠক এমনকি বড়োদেরও ভালো লাগে। সেইসঙ্গে জীবনদক্ষতাভিত্তিক ট্রেনিং ম্যানুয়াল কিংবা গাইডগুলো পাঠকদের বারবার আকৃষ্ট করে। তাঁর উল্লেখযোগ্য বই : রম্যরচনাÑঅতি অল্প ট্যারা গল্প, ফাটাফাটি ভালোবাসা। কবিতা/ছড়া : তোমার চুল আকাশে হেলান দিয়ে নক্ষত্র দেখে, আমার ঘরের দেয়ালে বঙ্গবন্ধুর কোনো ছবি নেই, ক্যাম্পানুকাব্য, মজার পড়া ফলের ছড়া। গল্পÑভালোবাসার সবুজ গাছ, গল্পে গল্পে অঙ্ক শিখি, এসো গল্প পড়ি, ছবিতে ছবিতে গল্প, এক কিশোর মুক্তিযোদ্ধার গল্প, বৃষ্টির মেয়েটা ব্যাঙের ছেলেটা, আমাদের বাড়িতে প্রতিদিন একটি হনুমান আসে, ফ্রিজের মাছের কষ্ট, চড়–ই ও কুমড়ো লতা, যুদ্ধের খেলা, সাতরঙা আইসক্রিম। বঙ্গবন্ধুÑবঙ্গবন্ধুর বাড়ি, শিশু ভাবনায় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর বাড়ির উঠোনে। জীবনীÑমানুষের যিশু, কৃষ্ণ কথা, শেরে বাংলা, আমাদের ভাষা শহিদ। স্থাপত্যÑকান্তজীর মন্দির। বিবিধÑবাংলাদেশের মাছ, মনে কতো প্রশ্ন জাগে, ছোটোদের বিশ্বরেকর্ড, মুরগি পালন, ফুল চাষ, সাইকেল রিক্সা ও ভ্যান মেরামত, হাউস ওয়্যারিং। ট্রেনিং ম্যানুয়ালÑশিশু নির্যাতন ও পাচার প্রতিরোধ বিষয়ক স্কুল প্রোগ্রাম : সহায়কদের জন্য গাইড বই, জীবনভিত্তিক দক্ষতা : ফেসিলিটেটর কর্তৃক ব্যবহারের জন্য প্রণীত প্রশিক্ষণ ম্যানুয়াল লেখালেখি সূত্রে ইমরুল ইউসুফ বেশ কয়েটি সম্মাননা ও পুরস্কার পেয়েছেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলোÑআলপনা সাহিত্য পুরস্কার, চট্টগ্রাম (২০২২), বীর মুক্তিযোদ্ধা মরহুম ছায়েদুল ইসলাম গ্রন্থস্মারক, ঢাকা (২০২২), বঙ্গবন্ধু সাহিত্য পুরস্কার, ঢাকা (২০২১), স্বপ্নসিঁড়ি শিশুসাহিত্য পুরস্কার, জকিগঞ্জ, সিলেট (২০১৭) এবং স্বপ্নসিঁড়ি সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ সম্মাননা, জকিগঞ্জ, সিলেট (২০১৬)। আজ শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফের জন্মদিন। কাব্যশীলনের পক্ষ থেকে তাঁকে নিরন্তর শুভেচ্ছা ও ভালোবাসা। আগামীর দিনগুলো হোক আরও উজ্জ্বল ও রঙিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *