আজ শিশুসাহিত্যিক এনাম আনন্দের জন্মদিন

এনাম আনন্দ। ১৯৮৫ সালের, ১০ মার্চ কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা- আব্দুল হাই (বারিক মাস্টার) ছিলেন স্কুল শিক্ষক। মা’খোদেজা বেগম গৃহিণী। পাঁচ ভাই তিন বোনের মধ্যে এনাম আনন্দ অবস্থান ষষ্ঠ। ‌শিক্ষাগত যোগ্যতাঃ এমবিএ (মার্কেটিং)। পড়াশোনা শেষ করে
একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত।
স্ত্রী রায়হানা জান্নাত, প্রভাষক, বিসিএস (শিক্ষা) সরকারি কলেজে কর্মরত। বর্তমানে পরিবার নিয়ে ঢাকার মিরপুরে বসবাস করছেন। শত ব্যস্ততার পরেও নিয়মিত করছেন সাহিত্য চর্চা তার লেখার উপজীব্য বিষয় হলো শিশুসাহিত্য। তিনি দৈনিকগুলোতে নিয়োমিত লেখালেখি করেন। তাঁর ছড়ায় খুঁজে পাওয়া যায় শিশুদের মনোরঞ্জনের রসদ, শিশুতোষ গল্পগুলো থাকে রহস্যঘেরা। পাশাপাশি তিনি এই সময়ের আলোচিত ওয়েবম্যাগ কাব্যশীলনে পরিচালক, সাবেক অর্থ সম্পাদক এসবিএসপি, উপদেষ্টা- জেইন টিভি নিউজ। এখন পর্যন্ত তার একক গ্রন্থ প্রকাশ না হলেও এনাম আনন্দ’র ০৭ টি যৌথ কাব্যগ্রন্থ ও ০৩ টি যৌথ ছড়াগ্রন্থ-রয়েছে। শিশুসাহিত্যিক এনাম আনন্দের জন্মদিনে কাব্যশীলন এর পক্ষ থেকে তার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *