শিল্প-সংস্কৃতি

কবি মামুন মুস্তাফা’র জন্মদিনে কাব্যশীলনের শুভেচ্ছা

৩ জুলাই, ১৯৭১ সালে মামুন মুস্তাফা জন্মগ্রহণ করেন পিতার কর্মক্ষেত্র বর্তমান বাগেরহাট জেলায়। তাঁর প্রকৃত নাম মুস্তাফা কালিমুল্লাহ আল মামুন। পিতা মুহম্মদ গোলাম রসূল ছিলেন বাগেরহাট সরকারি প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয় ও খুলনা দৌলতপুর বিএল কলেজের ইংরেজি সাহিত্যের অধ্যাপক। মা হামিদা রসূল ছিলেন প্রথম জীবনে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা, পরে পুরোদস্তর গৃহিণী। বাবা=মা দুজনেই আজ প্রয়াত। দুই ভাইবোনের মধ্যে কনিষ্ঠ মামুন মুস্তাফা। তাঁর পৈতৃক নিবাস বর্তমান মাগুরা জেলার সদর থানার পারনান্দুয়ালী গ্রামে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বিএসএস (অনার্স)সহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। বর্তমানে তিনি দৈনিক বাংলাদেশের খবরের সহকারি সম্পাদক। পাশাপাশি দেখছেন দৈনিকটির সাহিত্যপাতাও।

সাম্প্রতিক সময়ের কবিতা বিশেষভাবে নব্বইয়ের সময় থেকে জটিল দায়বদ্ধ ও গদ্যকবিতার সঙ্গে শিল্পগুণসমৃদ্ধ, পরিপার্শ্ববর্জিত সমাজনিরপেক্ষÑঐতিহ্যে অন্তর্মুখীন কবিতার ধারা লক্ষ করা যায়। এ-সময়পর্বের কবিগণ কবিতায় অধিক প্রাণচাঞ্চল্য, মননশীলতা এবং বাস্তবতার আলোকে ব্যাপক আন্তর্জাতিকতাকে ধারণ করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশের কবিতায় তাই নব্বইয়ের দশক একটি উল্লেখযোগ্য স্থান অর্জন করে নিয়েছে। এ-সময়পর্বেরই মননবোধে উজ্জীবীত সৃজনশীল কবি হিসেবে চিহ্নিত হন মামুন মুস্তাফা।

কবির প্রকাশিত গ্রন্থগুলোর ভেতরে রয়েছে কবিতা : সাবিত্রীর জানালা খোলা (১৯৯৮), কুহকের প্রতœলিপি (২০০১ ও ২০০৯), আদর্শলিপি : পুনর্লিখন (২০০৭), এ আলোআঁধার আমার (২০০৮, কলকাতা সংস্করণ ২০১৪), পিপাসার জলসত্র (২০১০), শিখাসীমন্তিনী (২০১২), একাত্তরের এলিজি (২০১৩), শনিবার ও হাওয়াঘুড়ি (২০১৫), ব্যক্তিগত মেঘ ও স্মৃতির জলসত্র (২০১৭, কলকাতা; শৌভিক দে সরকারের সঙ্গে যুগলবন্দি), কফিনকাব্য (২০১৮) এবং নির্বাচিত কবিতার সংকলন দশ দশমী (২০২০)। অন্যদিকে মামুন মুস্তফার রয়েছে তিনটি প্রবন্ধগ্রন্থ : এই বদ্বীপের কবিতাকৃতি (২০০৯), মননের লেখমালা (২০১১) ও অন্য আলোর রেখা (২০১৬)।

সম্মাননা : রাজশাহীর পুঠিয়া সাহিত্য পরিষদ থেকে তরুণ কবির স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্বারক ২০০০ এবং ছোটকাগজ চিহ্ন কর্তৃক চিহ্নসম্মাননা ২০১১ অর্জন।

সম্পাদনা : ২০১৫ সাল থেকে মামুন মুস্তাফা সম্পাদনা করছেন সাহিত্যের ছোটকাগজ লেখমালা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *