কবি শিহাব শাহরিয়ার-এর জন্মদিনে কাব্যশীলনের শুভেচ্ছা

শিহাব শাহরিয়ার। একাধারে কবি, গবেষক, প্রাবন্ধিক, সমালোচক, সম্পাদক, উপস্থাপক, বাচিকশিল্পী, নির্মাতা ও ভ্রমণপিয়াসী। তাঁর লেখালেখির শুরু ১৯৮০ সালে। নিয়মিত কবিতা, গল্প, প্রবন্ধ ও মাঠ পর্যায়ে ফোকলোর বিষয়ে গবেষণা ও দীর্ঘ ৩ যুগ ধরে বেতার ও টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা করছেন। ২০০৫ সাল থেকে সম্পাদনা করছেন লোকনন্দন বিষয়ক পত্রিকা বৈঠা। বৈঠা’র বেরিয়েছে: ‘জ্যোৎস্না’, ‘বৃষ্টি’ ও ‘গ্রাম’ সংখ্যা। বেরুচ্ছে:‘সমুদ্র’ সংখ্যা।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স এবং এম. এ করেছেন। ২০১০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ. ডি. ডিগ্রি লাভ করেছেন। শিহাব শাহরিয়ার-সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন। ২০০০ সাল থেকে তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরে কর্মরত রয়েছেন। বর্তমানে জাদুঘরের জনশিক্ষা বিভাগের কীপারের দায়িত্ব পালন করছেন। তাঁর প্রকাশিত গ্রন্থ ২৩টি। সর্বশেষ কলকাতা থেকে প্রকাশিত গ্রন্থটি হলো-’কবিতা সংগ্রহ’। আর ঢাকা থেকে প্রকাশিত হচ্ছে-নিঃসঙ্গ নদীছায়া(কবিতা) ভ্রমণসমগ্র।

তিনি ভ্রমণ করেছেন-যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, শ্রীলঙ্কা, বাহরাইন, কাতার, মালয়েশিয়া, জার্মানী, ফ্রান্স, চেক রিপাবলিক, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ভুটান, আর্জেন্টিনা, চিলি। তাঁর জন্ম: ১৯৬৫ সালে। জন্মস্থান: শেরপুর। বিবাহিত। তিনি প্রাচুর্য শাহরিয়ার ও সমৃদ্ধ শাহরিয়ার এই দুই পুত্রের জনক। তাঁর ইমেইল: editor.boitha@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *