শিল্প-সংস্কৃতি

আজ শিশুসাহিত্যিক এনাম আনন্দ’র জন্মদিন

শিশুসাহিত্যিক এনাম আনন্দ’র জন্মদিন এনাম আনন্দ ১০ মার্চ, ১৯৮৫ সালে কুমিল্লা জেলা হোমনা উপজেলার অন্তর্গত কলাগাছিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা- মরহুম আব্দুল হাই (বারিক মাস্টার) ও মা- খোদেজা বেগমের আট সন্তানের মধ্যে তিনি ষষ্ঠ। শিক্ষাগত যোগ্যতা: এমবিএ (মার্কেটিং)। এনাম আনন্দ বর্তমান সময়ের একজন তরুণ প্রতিভাবান শিশুসাহিত্যিক। মূলত তিনি জাতীয় পত্রিকা, ম্যাগাজিন, ই-ম্যাগাজিন, অনলাইন পোর্টাল গুলোতে নিয়মিত লেখালেখি করেন। এনাম আনন্দ সৃজনশীল ওয়েবম্যাগের কাব্যশীলন ফোরামের অন্যতম সদস্য, ই-ম্যাগাজিন ‘সাহিত্য আলো’র সম্পাদক, সোনার বাংলা সাহিত্য পরিষদ এর কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এবং এবং জেইন টিভি নিউজের উপদেষ্টা। এনাম আনন্দ’র ০৪ টি যৌথ কাব্যগ্রন্থ ও ০১টি যৌথ ছড়াগ্রন্থ-, শ্রাবণের অণুকাব্য, শব্দের তালে মনটা নাচে, স্বপ্ননীলের স্বপ্ন ছোঁয়া, স্বপ্ন যখন আকাশ ছোঁয়া (ছড়াগ্রন্থ) , Hymn of global unity. বর্তমানে তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হিসেবে নিয়জিত আছেন। জন্মদিনে সৃজনশীল ওয়েবম্যাগ কাব্যশীলন এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *