শিল্প-সংস্কৃতি

প্রথম দশকের কবি তুষার কবির-এর জন্মদিনে কাব্যশীলনের শুভেচ্ছা

প্রথম দশকের সক্রিয় ও স্বতন্ত্র স্বর কবি তুষার কবির-এর আজ জন্মদিন! শুভ জন্মদিন কবি তুষার কবির!

কবি তুষার কবির-এর এ যাবত মোট ১২টি কবিতার বই ও ১টি কবিতা-বিষয়ক প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে! অভিনব শব্দঅভিধা ও অনবদ্য চিত্রকল্পের জন্যে তিনি ইতোমধ্যে নিজেকে প্রথম দশকের বহুমাত্রিক কবি হিশেবে নিজেকে চিহ্নিত করেছেন! তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘বাগদেবী আমার দরজায়’, ‘মেঘের পিয়ানো’, ‘ছাপচিত্রে প্রজাপতি’, ‘যোগিনীর ডেরা’, ‘উড়ে যাচ্ছে প্রেমপাণ্ডুলিপি’, ‘কুহক বেহালা’, ‘রক্তকোরকের ওম’, ‘ঘুঙুর ছড়ানো ঘুম’, ‘তিয়াসার তৃণলিপি’, ‘হাওয়াহরিৎ গান’, ‘ধূলি সারগাম’ ও ‘তাঁবুকাব্য’। ‘কুঠুরির স্বর’ তাঁর কবিতা-বিষয়ক প্রবন্ধের বই। তাঁর ‘কবিতা সমগ্র’, ‘নির্বাচিত কবিতা’ ও ‘প্রেমের কবিতা’—এ তিনটি সংকলন প্রকাশের কাজ চলছে।

কবি তুষার কবির এ যাবত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’, ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার’, ‘দাগ সাহিত্য পুরস্কার’ এবং ‘শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার’ সম্মাননায় ভূষিত হয়েছেন!

কাব্যশীলনের পক্ষ থেকে শক্তিমান কবি তুষার কবিরকে জন্মদিনের শুভেচ্ছা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *