বহুমাত্রিক লেখক মোজাম্মেল হক নিয়োগী’র জন্মদিনে কাব্যশীলনের শুভেচ্ছা

মোজাম্মেল হক নিয়োগী’র জন্মদিনে কাব্যশীলনের শুভেচ্ছা

মোজাম্মেল হক নিয়োগী একজন বহুমাত্রিক লেখক। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সুরাশ্রম গ্রামে জন্ম ও বেড়ে ওঠা। জন্ম ১৯৬২ সালের ২৭ অক্টোবর। বাবা ফজলুল হক নিয়োগী বিমান বাহিনীত চাকরি করতেন এবং সার্জেন্ট হিসেবে অবসর গ্রহণ করেন। মা সুফিয়া বেগম ছিলেন গৃহিনী। ছয় ভাই-বোনের মধ্য তৃতীয়। গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে লেখাপড়া শুরু। তারপর নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়, আঠারবাড়ি ডিগ্রি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ স্নাতকোত্তর। অনেক প্রতিষ্ঠানে চাকরি করলেও উল্লেখযোগ্য হলো: সিসিডিবি, আইসিডিডিআর,বি, কেয়ার বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন, ইউনেস্কোসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। বর্তমান ব্রিটিশ কাউন্সিলে কর্মরত।
শতাধিক বইয়ের রচয়িতা কঠোর পরিশ্রমী নিয়োগীর ছাত্রজীবন থেকে লেখালেখির হাতেখড়ি ছড়া ও কবিতায়। লেখার জগৎ বহুমাত্রিক।

প্রকাশিত গ্রন্থাবলি
উপন্যাস
প্রান্তিকী (সমকামী পুরুষদের জীবনীভিত্তিক), ত্রিমাত্রিকী, ক্যাম্পাসকাব্য, ছায়াপথ, অ্যাকোরিয়ামের মীনকন্যা, গ্রাস, মরণোত্তর স্যালুট, ঘূর্ণিবায়ু এবং ধূসর কাবিন, তৈলাক্ত বাঁশবাহী শাখামৃগ, অরণি, ফাঁদ, জলের লিখন, কুহেলীকুহক (লেজবিয়ান চরিত্রের), কালবাতাস এবং শেষ কথাটি যাও বলে, মায়াবী দৌলত।

কিশোরী/কিশোরী উপন্যাস
তিন্নির পথ খোঁজা, আগুনঝরা দিন, স্কুলের সেইসব দিন, সুপর্ণার গোয়েন্দাগিরি, ওরা কিশোর মুক্তিযোদ্ধা, রাজুদের বাড়ি আসার পর, ছোট মামা, একাত্তরের কিশোর যোদ্ধারা, বত্রিশের সবুজ পাতা, শরণার্থী শিবির থেকে, রহস্যময় কাঞ্চনবন, জগো বিজ্ঞানীর টেলিপাঠশালা, আলোর পথিক (অপ্রকাশিত)।

গল্পগ্রন্থ
ঝড়সন্ধ্যা, শিকল হরিণ, প্রেমের গল্প, রক্তপ্রেমের গোধূলি, মুক্তিযুদ্ধের কিশোরগল্প, কিশোর সমগ্র ১, মহানায়কের ফেরা। সম্পদনা: জনকের শিশু-কিশোর গল্প।

কবিতাগ্রন্থ/ছড়া
অনুযোগ অভিযোগ, একরোখা, প্রেমের কবিতা (ইংরেজি অনুবাদসহ), তোমার সাথে দেখার হওয়ার পর থেকে, ফেরারি বিহগ, হালের ছড়া, ছড়া পড়ি রং করি, ফুলের ছড়া পাখির ছড়া।

শিশুতোষ গল্প
কাকের ছানার রং বদল, কুকুরের শহর দেখা, জট খুলে শব্দ শিখি (১-৫ সিরিজ), পাখিদের ঝগড়া, হায়েনার রাজা হওয়ার সখ, আয়না ভূত, কেনু দাদার পালা ভূত, বানর কুকুর ও শিয়াল, বানরের যুদ্ধ, বানরের কাঁঠাল খাওয়া, বানরের সাঁকো কাটা, বানরের ছবি তোলা, বানর গেল ডাক্তার আনতে, কাঠবিড়ালির মজা, টিয়ের বিয়ে, বল ও ব্যাট, লাল পুতুল, রং পেন্সিল, এক শিয়ালের কা-, কচ্ছপ ও খরগোশের কাহিনি, সাগর পাড়ের রিমন, মেঘবেলুন, আসমা ও একটি পরি, মনার রঙিন ঘুড়ি, অনুর বাড়ি ফেরা, ময়না কথা কয় না, মুক্তিযোদ্ধার ছেলে, রাজার সাথে বাজি, পাখিঘুড়ি পাতাঘুড়ি, হাঁসের ছানা, ঞযব ইরৎফ-শরঃব খবধভ-শরঃব, জট খুলে শব্দ শিখি, সোনালি জরির জামা, কাকতাড়–য়া পাখতাড়–য়া, ঝড় ঝড় আম পড়, আম জাম আতা, ইনটি বিনটি পিনটি, লাল পুতুল নীল পুতুল, সবুজ হাতি, নীল দৈত্য ও বুদ্ধিমতী রাজকুমারী, মিনি ও হাঁসের ছানা, পরির বল খেলা, মজার বল, কলাচাষি শিয়াল, এক সকালে টম, রোবট বিড়াল, ছালাদিনের মোবাইল দৈত্য, নিতুন ও চড়–ই, বোকা বানরের গল্প. লুটু ও পুটু, The Duckling, Nitun and the Sparrow, The Fairy’s Football Play, The Clever Cock (Translated), An Amazing Ball রিমির লাল বই, বোক পরি ও তিতলি, তোতা ও টোনাটুনি, গোলাপের অহংকার, ডলি ও জলি, কোকিলের ঘটনা।

প্রশিক্ষণ ও গবেষণা
প্রশিক্ষণ পরিচিতি (তৃতীয় সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ), প্রশিক্ষণ সহায়ক পরিবেশ (দ্বিতীয় সংস্করণ), ফ্যাসিলিটেশন পরিচিতি (দ্বিতীয় সংস্করণ). পিআরএ/পিএলএ: তত্ত্ব ও প্রয়োগ, যোগাযোগের প্রাথমিক ধারণা, Focus Group Discussion in Training Needs Assessment and Evaluation, The use of Logical Framework in Training.

অনুবাদ: The Monk Who Sold His Ferrari; টিভি নাকট: দক্ষিণের মানুষ
চিত্রনাট্য ও নির্মাতা: (শর্ট ফিল্ম) ১. কৃষ্ণপক্ষের জোছনা ও ২. গন্তব্য

প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক আটটি গ্রন্থের মধ্য দুটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স। রয়েছে ইংরজি ভাষায় লিখিত ও অনূদিত কয়কটি বই। নিয়মিত পত্রপত্রিকায়ও লেখা প্রকাশিত হয়। গুণী এই সাহিত্যিকের জন্মদিনে কাব্যশীলনের পক্ষ থেকে শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *