শুভ জন্মদিন কবি আহমেদ শিপলু
কবি, বাচিকশিল্পী ও লিটলম্যাগকর্মী আহমেদ শিপলুর জন্ম ১৭ জুন ১৯৭৬। পৈতৃক নিবাস কোলাপাড়া, শ্রীনগর, মুন্সিগঞ্জ। কৈশোর থেকেই ঢাকায় স্থায়ী বসবাস। লেখালেখির শুরু নব্বই দশকের শুরুর দিকে হলেও প্রথম দশকেই তার বিস্তার। প্রকাশিত কবিতাগ্রন্থ ১১টি, উল্লেখযোগ্য : বালিকার আকাশ, প্রজাপতিরা ফিরে গিয়েছিলো, বিষণ্ণ ইস্পাত, বিষবৃক্ষের উল্লাস, কোনো প্রচ্ছদ নেই, হিমঘরে চাঁদের শয্যা, নিমজ্জিত মগ্নমায়া। এছাড়াও তিনি সম্পাদনা করেছেনে ছোট কাগজ ‘নন্দিতা’, কাব্যকল্প (আবৃত্তিশিক্ষার বই) এবং ‘আবৃত্তির শ্রেষ্ঠ কবিতা’। বর্তমানে তিনি সম্পাদনা করছেন ‘মগ্নপাঠ’ (শিল্প-সাহিত্য ও মুক্তচিন্তার পত্রিকা)।
All my love for you.thanks.