শিল্প-সংস্কৃতি

শুভ জন্মদিন মোহাম্মদ নূরুল হক

মোহাম্মদ নূরুল হক একাধারে কবি, প্রাবন্ধিক, ছোটকাগজকর্মী ও সংবাদকর্মী। ১৯৭৬ সালের ১২ জুন নোয়াখালীর সুবর্ণচরে তার জন্ম। এ পর্যন্ত তার দশটি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে তিনটি কবিতা, সাতটি প্রবন্ধের বই।

কবিতার বইগুলো হলো- ‘মাতাল নদীর প্রত্নবিহার’, ‘স্বরচিত চাঁদ’ ও ‘উপ-বিকল্প সম্পাদকীয়’। প্রবন্ধের বইগুলো হলো- ‘সাহিত্যে দশক বিভাজন ও অন্যান্য’, ‘সমালোচকের দায়’, ‘অহঙ্কারের সীমানা ও অন্যান্য’, ‘সাহিত্যের রাজনীতি’, ‘সমকালীন সাহিত্যচিন্তা’, ‘কবিতার সময় ও মনীষার দান’ ও ‌‘আহমদ ছফার বাঙালিদর্শন ও অন্যান্য’।

তিনি আইনে স্নাতক। পেশাগত জীবনে বহুপেশা পরিবর্তন করে বর্তমানে সাংবাদিকতায় থিতু হয়েছেন। কাজ করেছেন দৈনিক ইত্তেফাকের সাহিত্যপাতায়, ছিলেন দৈনিক আমাদের সময়ের বার্তা সম্পাদক, ঢাকা টাইমসের বার্তা সম্পাদক, বাংলা ট্রিবিউনের উপ-বার্তা সম্পাদক, সারা বাংলার বার্তা সম্পাদক।

বর্তমানে তিনি জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল রাইজিং বিডির বার্তা সম্পাদক হিসেবে কর্মরত। এ ছাড়া ১৯৯৬ সাল থেকে সম্পাদনা করে আসছিলেন সাহিত্যের ছোটকাগজ চিন্তাসূত্র, মেঠোপথ, প্রাকপর্ব ও অনুপ্রাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *