আজ ছড়াকার নূরুল ইসলাম মনি’র জন্মদিন
নূরুল ইসলাম মনি ১৯৬৩ সনের ১০, জানুয়ারি, শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার সন্যাসীভিটা গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা মরহুম আবদুল জববার একজন প্রখ্যাত আলেম এবং ইসলামি চিন্তাবিদ ছিলেন। মা হবিরুননিসা ছিলেন একজন সফল এবং দক্ষ গৃহিনী।
নূরুল ইসলাম মনি ছোট বেলা থেকেই লেখা লেখি করে আসছেন। তার লেখা অসংখ্য কবিতা,ছড়া,গল্প দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এখনও হচ্ছে। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকেও তার অনেক কিশোর কবিতা প্রচারিত হয়েছে।
তাছাড়া ভারতের সাপ্তাহিক সৃষ্টি পত্রিকাতেও
তার অনেক গল্প কবিতা প্রকাশিত হয়েছে এবং এখনো হচ্ছে। তাঁর প্রকাশিত গ্রন্থ তুমি বাজারে পাওয়া যাচ্ছে।
তিনি সন্যাসীভিটা উচ্চবিদ্যালয় থেকে এস এস সি,নাজমুল স্মৃতি মহাবিদ্যালয় থেকে
এইচ এস সি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক নলজোড়া শাখায় দ্বিতীয় কর্মকর্তা হিসাবে
কর্মরত আছেন। কাব্যশীলনের পক্ষ থেকে লেখককে শুভেচ্ছা।