নীল সমুদ্রের ঢেউ।।শফিক নহোর

আজিই প্রথম অফিসে আসতে প্রায়ই আড়াই ঘণ্টা লেট হল আমার । তার বিশেষ কারণ ছিল- সকালে ঘুম থেকে ওঠে বাজারের ব্যাগ হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নামতেই বুকটা ধূ-ধূ করে উঠল । যে টাকা নিয়ে রুম থেকে বের হলাম বাজার করবার জন্য । তা দিয়ে কী সব কিনতে পারব !ভাবতে ভাবতে নামছি সিঁড়ি বেয়ে। মাছের বাজারে ঢুকে দাম শুনে , বিভিন্ন মাছ বিক্রেতার সামনে দাঁড়িয়ে  সাহস করে জিজ্ঞাসা করা হচ্ছে না দাম কত ? মনে হচ্ছে কেউ আমার মুখে জিকে-গাছের আঠা লাগিয়ে দিয়েছে । অন্য মানুষ ঠিকই মাছ কিনে নিয়ে চলে যাচ্ছে । ছেলের দুধ কিনার টাকা যোগ করেও মাছের বাজার থেকে শূন্য হাতে বের হতে হল ।

আজকাল রাজনৈতিক নামক ইনজেকশন সহজসরল মানুষের চোখের ভেতর ঢুকিয়ে দিয়ে কিছু মানুষ ফায়দা লুটে খাচ্ছে । আর কিছু মানুষ মাছরাঙা পাখির মতো পুকুরের উপর থেকে সবচেয়ে ছোটমাছ ধরে নিয়ে যাচ্ছে তা দেখেই কারো কারো চোখ বেয়ে নেমে আসছে নরক আগুন ।

আমার স্ত্রী শেফালী ভাল মেয়ে ভদ্র ,মার্জিত ।বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছে তবে আমার চোখে সে সুশিক্ষায় শিক্ষিত না । হক বা অধিকার যাই বলি না কেন? একটা কথা আছে । তাকে অনেক দিন ধরে বলেছি, তোমার বাবা মায়ের জন্য তোমার কিছু করতে ইচ্ছে করে না । স্বামীর টাকা পয়সা তোমার টাকা পয়সা। কিন্তু নিজে কিছু করে বাবা মাকে দাও ।নিজের মনের কাছে দেখবে ভাল লাগবে । ইদানীং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন পাওয়া যায়না । বলেছিল গত মাসে তিন হাজার টাকা লাগবে । অনলাইনে কিসের যেন একটা কোর্স করবে । এখন অনলাইনে আয়ের একটা ভাল মাধ্যম । আমি জেনারেল লাইনে প্লেন ডিগ্রি । আজকাল কোনো চাকরি হয় প্লেন ডিগ্রি দিয়ে ? তবুও তো আমি কিছু করে খেতে পারছি পরিচিত কেউ ছিল বলে । আমার মতো কত ছেলে ভাল রেজাল্ট করে সারাদিন বাড়ি বসে আছে । চেষ্টা তো করতে হবে । তবে শেফালী সেদিক দিয়ে বেশ চেষ্টা করছে ; হয়ে উঠছে না । মোবাইল ফোন দিয়ে তো সব কোর্স করা সম্ভব না । কম্পিউটার লাগবে অথবা ল্যাপটপ ? তাছাড়া সম্ভব না ।অনলাইনে সবাই সাধু না কিছু মানুষ এমন করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে । এটা চরম অপরাধ অল্প টাকা তাই তেমন কেউ থানায় গিয়ে অভিযোগও করে না । তিন হাজার বা দু হাজার টাকার জন্য আমাদের দেশের মানুষ কারো বিরুদ্ধে কেস করবে এমন মানুষ আমার চোখে পড়েনি । আছে হয়তো যেটা আমি জানিনা । একজন মানুষের পক্ষে সবকিছু জানা সম্ভব হয় না ।

খালি ব্যাগ নিয়েই আবার উপরে উঠে আসতে হল । কলিং-বেল চাপ দিতেই ভেতর থেকে দরজা খুলে দিল শেফালী ।তুমি আজ এত দেরি করলে তোমার তো অফিসে যাবার সময় পার হয়ে গেছে । ও হ্যাঁ যাবার সময় ফোনটা নিয়ে যাবে না । তোমাকে লেবু আনতে বলবো তা ভুলে গেছি । করোনা তো আবার নতুন করে বিভিন্ন দেশেরে মানুষ আক্রান্ত হচ্ছে এসময় একটু ভাল খাবার খাওয়া দরকার । আজ একটা করোনা-কালীন খাদ্য তালিকা অফিস থেকে আসবার সময় প্রিন্ট করে নিয়ে এসো ।

করোনা-কালীন খাদ্য তালিকা ইন্টারনেট থেকে ডাউনলোড করে ঘরের দেওয়ালে টানিয়ে রেখেছি ; আগামী মাসের বেতন পাবার আগেই এ মাসের বেতন শেষ । তবুও সেই করোনা-কালীন খাদ্য তালিকার আর কিছুই কেনা হয়নি ।মনকে সান্ত্বনা দেবার জন্যেও একটা ভাল টনিক । শেফালীর স্বপ্ন চোরাবালির মতো ধসে গিয়েছিল ডুবে যাওয়া সূর্যের মতো সে তলিয়ে গিয়েছিল পৃথিবীর বুক থেকে ।

আজ দুদিন ধরে হেটে বাসায় ফিরছি ;মনে হচ্ছে নীল সমুদ্রের আগুনের ঢেউ এসে আমাকে তলিয়ে নিয়ে যাচ্ছে জীবন সমীকরণের সম্মুখে । সব গল্প বলা হয়না সব গল্প লেখা হয়না । সব-গল্প সবাই পড়ে না ।

তবুও একটি গল্প থাকে সবার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *