কাব্যশীলন সংবাদ

মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য সম্মাননা পেলেন ইলিয়াস ফারুকী

গতকাল ৩১শে ডিসেম্বর শুক্রবার ২০২১ খ্রিস্টাব্দ চাঁদপুর রোটারি ক্লাব মিলনায়তনে ‘সাহিত্য মঞ্চ’র আয়োজনে অনুষ্ঠিত হলো- চাঁদপুর সাহিত্য সম্মেলন ২০২১ ‘মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য সম্মাননা’ প্রদান। চমৎকার এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকদের পদচারনায় মুখরিত হয়। সাহিত্যের বিভিন্ন অঙ্গনে অবদান রাখা ছয়জন শব্দশিল্পীকে সম্মানিত করা হয়। শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চ প্রবর্তিত মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার-২০২১ তুলে দেয়া হয় ছয় গুণী সাহিত্যিক ও সংগঠক-কে।

পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সাহিত্যিক ও সংগঠকগণ হলেন- মাসুদুজ্জামান (প্রবন্ধ ও গবেষণায়) প্রশান্ত মৃধা (কথাসাহিত্যে) জাহিদ হায়দার ও শেখ ফিরোজ আহমদ (কবিতায়) ফারুক হোসেন (শিশুসাহিত্যে) ইলিয়াস ফারুকী (সংগঠক) সাহিত্য মঞ্চের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল অনুষ্ঠিতব্য চাঁদপুর সাহিত্য সম্মেলন ২০২১-এর অনুষ্ঠানে লেখকদের হাতে পুরস্কারটি তুলে দেয়া হয়।

এই সম্মানের অংশীদার হয় ‘জিগীষা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ’। জিগীষা‘র সম্মানিত সভাপতি ও ওয়েবম্যাগ কাব্যশীলনের সিনিয়র পরিচালক ইলিয়াস ফারুকী। সু-বিস্তৃত বিশাল আয়োজন বলেদিচ্ছে, এখনো অনেক তরুণ আছে যারা শিল্প সাহিত্যকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। আজও তরুণরা গেয়ে চলেছে তাদের জয়গান। অনুষ্ঠান পরিকল্পনায় ছিলো দক্ষতার ছাপ ও এগিয়ে চলার দৃঢ় প্রত্যয়। সাহিত্য মঞ্চ পরিবারের তরুণদের এমন সাহসী আয়োজনকে চাঁদপুর পৌরসভার পৃষ্ঠপোষকতা সবাইকে মুগ্ধ করেছে। পৌরসভার বর্তমান মেয়র জিল্লুর রহমান জুয়েল যে সৃজনশীল চাঁদপুর গড়ে তোলার জন্য কাজ করছেন এমন আয়োজনে পৃষ্ঠপোষকতা করে তিনি তার স্বাক্ষর রেখেছেন।

চাঁদপুরে সৃজনশীল সাহিত্য ও সংস্কৃতি চর্চায় ‘সাহিত্য মঞ্চ’ আরো এগিয়ে যাবে এমটাই প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *