কাব্যশীলন সংবাদ

ফারুক আফিনদীর দ্বিতীয় কবিতাবই ‘একটা গাণিতিক প্রেমপত্র’

প্রথম দশকের কবি ফারুক আফিনদীর দ্বিতীয় কবিতাবই ‘একটা গাণিতিক প্রেমপত্র’ প্রকাশিত হয়েছে। ২০১৬ সালে প্রথম কবিতাবই ‘হিম নাকি তাপিত রে মন’ প্রকাশের পাঁচ বছরেরও বেশি সময় পর এলো দ্বিতীয় বই। বইটি প্রকাশ করেছে সিলেটের প্রকাশনা সংস্থা বুনন। তিন ফর্মার বইটিতে মোট ৩৩টি কবিতা রয়েছে।

বইটির প্রকাশনা উপলক্ষে রোববার ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেট জিন্দাবাজারে ‘বুনন প্রকাশন’ কার্যালয়ে পাঠ-উন্মোচন অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেব রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের উপাধ্য নাট্যজন অর্ধেন্দু কুমার দাশ, ছোটকাগজ বুনন সম্পাদক ও প্রকাশক কবি খালেদ উদ-দীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রজত চৌধুরী, কবি মাসুক মিয়া, কবি ও সম্পাদক জাকির মোহাম্মদ, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আল-আমিন ও একাত্তর প্রেসের স্বত্ত্বাধিকারি আব্দুল বাতিন কবির প্রমুখ।

উপস্থিত সকলে বইটির ভুয়সী প্রশংসা করেন এবং বহুলপ্রচার কামনা করেন।

‘একটা গাণিতিক প্রেমপত্র’ এর সব কবিতাই এক বা সোয়া যুগ আগে লেখা।

বইটি নিয়ে ফারুক আফিনদীর স্বকৃত ভূমিকার ভাষ্য হচ্ছে- এই ‘গাণিতিক প্রেমপত্রের’ কবিতাগুলো একটু আলাদা। আলাদা ভাবে, বেশে, রসে। এর মধ্যে একটা বিশেষ ধরনের মেজাজ ধরা পড়ে আছে। এই মেজাজ তিনি ধারণ করেছিলেন দুই হাজার ৭-৮ সালদ্বয়ে। হতেও পারে ৬-৭-৮ সালত্রয়।

ভূমিকা বলছে, একটা গাণিতিক প্রেমপত্র দেখে বা পড়ে মনে হতে পারে- ‘এ তো আগাগোড়াই প্রেম, আগাগোড়া নারী’। কিন্তু একটু কঠিন হবে এটা মনে আনা যে- এ যে আগাগোড়া নারীর নক্ষত্র, যেখানে রক্ত নেই, গোশত নেই। বেশির ভাগে এটাই।

বইটি পেতে যোগাযোগ করা যেতে পারে বুনন প্রকাশনের ফেসবুক পেজ বা প্রকাশক খালেদ উদ-দীনের সঙ্গে। মুঠোফোন: ০১৭১১৪৪৪৯২৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *