পুনশ্চ আয়োজিত ৭ বইয়ের প্রকাশনা উৎসব
অনুষ্ঠিত ‘৭ বইয়ের আদ্যোপান্ত’ শিরোনামে পুনশ্চ প্রকাশনার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রকাশনা উৎসব। ১ এপ্রিল, শুক্রবার বিকেলে আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট, নওগাঁয় আতাউল হক সিদ্দিকীর সভাপতিত্বে এই অনুষ্ঠান উদ্বোধন করেন খালিদ মেহেদী হাসান জেলা প্রশাসক, নওগাঁ । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউটের মহাপরিচালক কবি আমিনুল ইসলাম। অনুষ্ঠানে কবি সালিমুল শাহিনের ‘নৈকট্য একটি দূরত্বের নাম’ বই নিয়ে কবি ড. মাসুদুল হক, অনল আকাশের ‘প্রতিদিন একটি কবিতা’ নিয়ে কবি রাজা সহিদুল আসলাম, মোহাম্মদ শহিদুল ইসলামের ‘শিয়রে সন্ন্যাসী’ নিয়ে কবি রিঙকু অনিমিখ, রহমান হাবিবের ‘ফুল কুড়ানোর দিন’ নিয়ে কবি মামুন রশীদ, গুরুদাস দত্ত বাবলুর ‘যত মত তত পথ’ নিয়ে প্রাবন্ধিক জাহান আলী, আবু হেনা মোস্তফা কামালের ‘চোরাবালি’ নিয়ে কবি সহস্র সুমন অনিমা দেবনাথের ‘বই ও বাতায়ন’ নিয়ে আলোচনা করেন গল্পকার আসাদ সরকার। এর আগে পুনশ্চ সম্পাদক ও প্রকাশক রবু শেঠের স্বাগত বক্তব্যের পর নির্বাচিত সাতটি বইয়ের পাঠ উন্মোচন করা হয়।
কবি ও সাংবাদিক মামুন রশীদ
পাঠ-উন্মোচন করেন মেহেদী হাসান, নিমো সাজু, সামস-ই-সাত্তার তামান্না চমন, রফিকুদ্দৌলা রাব্বি, তামিম মাহমুদ সিদ্দিক, তানিয়া খন্দকার, আবদুল্লাহ আল রাফি সরোজ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শাবিন শাহরিয়ার নাট্যকলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রফেসর শরিফুল ইসলাম খান, অধ্যক্ষ (অব.) নওগাঁ সরকারি কলেজ। প্রফেসর মো. হামিদুল হক অধ্যক্ষ, সরকারি বিএমসি মহিলা কলেজ, নওগাঁ। প্রফেসর মো. নাজমুল হাসান অধ্যক্ষ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ এবং সড়ক বিভাগ নওগাঁর নির্বাহী প্রকৌশলী গল্পকার সাজিদ রহমান প্রমুখ। সংস্কৃতিজনদের কথা পর্বে বক্তব্য রাখেন- কবি সরদার মোজাফফর হোসেন, এ্যাড. ডি এম আব্দুল বারী, কবি নীল সোহন। আলোচনা শেষে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ।