কাব্যশীলন বইঘর

বইমেলায় পাওয়া যাচ্ছে কাজী আনিসুল হকের ‘এ কবিতা তোমাকে দিলাম’

একুশে বইমেলায় এবার প্রকাশ হয়েছে কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক হীরার বই। বিভিন্ন সময়ে প্রকাশিত তাঁর লেখা কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে ‘এ কবিতা তোমাকে দিলাম’। মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২২-এ ‘এ কবিতা তোমাকে দিলাম’ বইটি পাওয়া যাবে। বাংলা একাডেমির টিএসসির প্রবেশপথে সোহরাওয়ার্দী উদ্যানের পান্ডুলিপি প্রকাশের ৫১০-৫১১নং স্টল ও বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ রাইটার্স ক্লাবের ৬৫৯ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

বইটিতে মোট ৫৮টি কবিতা স্থান পেয়েছে। এটি কবির তৃতীয় কাব্যগ্রন্থ। বইটি অমর একুশে বইমেলা ও রকমারি ডটকমে পাওয়া যাবে।

কাজী আনিসুল হক হীরা’র জন্ম নারায়ণগঞ্জ জেলায়। ছাত্রজীবন থেকেই তিনি লেখালেখি শুরু করেন। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় প্রথম কবিতা প্রকাশ হয়। তিনি পেশায় সাংবাদিক। বর্তমানে ফতুল্লা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ শাখার আহবায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *