পোয়েম ভেইন পাবলিশার্স থেকে প্রকাশ হয়েছে উপমা তালুকদারের ‘নক্ষত্রগুচ্ছ’
কবি ও কথাশিল্পী উপমা তালুকদারের কবিতার বই ‘নক্ষত্রগুচ্ছ’। এটি তার প্রথম কবিতার বই হলেও বাজারে পাওয়া যাবে লেখকের আরো পাঁচটি বই। ‘নক্ষত্রগুচ্ছ’ বইটি প্রকাশ করেছে পোয়েম ভেইন পাবলিশার্স।
এর দাম রাখা হয়েছে ৩৫০ টাকা। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন, অলঙ্করণ করেছেন টার্টল বুকস। পাওয়া যাচ্ছে জিনিয়স পাবলিকেশন্স- ৩৮ বাংলা বাজার ঢাকা ১১০০, এছাড়াও পাওয়া যাবে রকমারিতে।
বইটি সাতটি ভাগে ভাগ করা হয়েছে। সাতটি নক্ষত্রের নামে সপ্তর্ষিকে কেন্দ্র করে নাম রাখা হয়েছে : ১. ক্রতু ২. পুলহ ৩. পুলস্ত্য ৪. অত্রি ৫. অঙ্গিরা ৬. বশিষ্ঠ ৭. মরীচি।
কবি ও কথাশিল্পী উপমা তালুকদারের জন্ম ২৮ জুলাই নীলফামারিতে। এরপর বিভিন্ন জেলায় বেড়ে ওঠা। বাবার পৈতৃক নিবাস সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার নান্দিনামধু গ্রাম। মায়ের পৈতৃক নিবাস একই জেলার উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামে। তবে জীবনের বেশির ভাগ সময় কেটেছে ঢাকায়। সাধারণত ছোটোগল্প ও উপন্যাস লেখেন। কবিতার বই এবারই প্রথম। প্রকাশিত গ্রন্থ: শূন্যস্থান পূরণ ও অন্যান্য গল্প, শেকড়, আসমানি রঙের বাড়ি, মেঘের সাথে, আড়ি, ভালোবাসার ষড়ভুজ। সর্ববশেষ ২০২১ সালে প্রকাশ হয়েছে নক্ষত্রগুচ্ছ কাব্যগ্রন্থটি।