বেশ কয়েকবার নিষিদ্ধ হয়ে অবশেষে প্রকাশ হলো দাম্পত্যের অন্তরালে গল্পের বইটি

যেকারণে বেশ কয়েকটি প্রকাশনী আমার গল্পের বইটির পাণ্ডুলিপি ফেরত দিয়েছিল।

‘দাম্পত্যের অন্তরালে’ গল্পগ্রন্থের নামকরণ গল্পের অর্থকে গুরুত্ব দিয়েই করা হয়েছে। বইটির গল্পগুলো নিছক গল্প বলার উদ্দেশ্যে লেখা হয়নি। পারিবারিক জীবনে মেয়েরাই সবচেয়ে বেশি সমস্যায় জর্জরিত হয়। এসব সুখ-দুঃখের নানাবিধ ঘটনা সহজ-সরল শব্দ ও বাক্যে তুলে ধরা হয়েছে। বইটি ৬টি গল্পে সমৃদ্ধ। প্রতিটি গল্প প্রেম নির্ভর। টাকার বিছানায় ঘুমিয়েও শতকরা ৯০% মেয়ে দাম্পত্য জীবনে অসুখী। সংসার ও প্রেমের আড়ালের ঘটনাকেই একজন অদৃশ্য সাক্ষীদাতার মতো বাস্তবসম্মতভাবে কলমবৃক্ষের মাধ্যমে জানান দেওয়ার প্রয়াস চালানো হয়েছে। সাধারণ ঘটনাগুলো সবসময় সমাজের রক্তচক্ষুর অন্তরালে থেকে যায়। মেয়েরা সমাজ ও পরিবারের ভয়ে তা মুখ ফুটে বলতে পারে না। তেমনি সমাজ, প্রকৃতি ও মানব যৌবনের সহজ আকুতি ফুটে ওঠেছে প্রতিটি গল্পে। সময়ের করাল গ্রাসে দিনদিন আড়ালে থেকে যাচ্ছে প্রেমিক-প্রেমিকার আবেদন! স্বামী-স্ত্রীর লোকদেখানো সম্পর্কের আড়ালে জীবনের কঠিন মূহুর্ত। এসব বিষয় নিয়েই, পরিবারের গোপন কাব্যিক রহস্য উন্মোচিত হয়েছে বইটির পাতায় পাতায়। বইটি পড়লেই একজন পাঠক পারিবারিক নানান বিষয়ে জানতে পারবে জানা-অজানা অনেক প্রশ্নের উত্তর। সেই সাথে বুঝতে পারবে সময়ের চাকায় পিষ্ট হয়ে কিভাবে বদলে যায় মানুষ, বদলে যায় প্রেম, প্রেমিক-প্রেমিকা ও স্বামী-স্ত্রীর সম্পর্ক আর কেন অনেকে জড়িয়ে পরে পরকীয়া প্রেমে। সময়ের কাছে হেরে কী করে নিজের চাওয়া-পাওয়া প্রেমকে বিসর্জন দিতে শিখে যায় ব্যর্থ মানুষ। ব্যর্থ মানুষ কখনো কখনো কিভাবে হয়ে ওঠে পাথরমানুষ। আশাকরি বইটির আবেদন পাঠককে আমোদিত করবে।

ফখরুল হাসান
দাম্পত্যের অন্তরালে
বইটি পাওয়া যাবে য়ারোয়া বুক কর্নার এর ২৪৩ নাম্বার স্টলে। মূল্য ১৬০ টাকা।

One thought on “বেশ কয়েকবার নিষিদ্ধ হয়ে অবশেষে প্রকাশ হলো দাম্পত্যের অন্তরালে গল্পের বইটি

  • ফেব্রুয়ারি ২৪, ২০২০ at ৯:১৭ অপরাহ্ণ
    Permalink

    শুভ কামনা

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *