বইমেলায় পাওয়া যাচ্ছে নন্দিত লেখক প্রিন্স আশরাফের সাতটি বই

প্রিন্স আশরাফ। একজন চিকিৎসক, প্রকাশক, পত্রিকার শিশুসাহিত্যপাতার সম্পাদক। এতোকিছুর পরও তার বড়ো পরিচয় রয়েছে সেটা হচ্ছে লেখক।

কোনো এক সাক্ষাৎকারে এতোকিছুর মাঝে কোনটা বেশি আনন্দদায়ক প্রশ্ন করলে প্রিন্স আশরাফ বলেন, লেখালেখিটাই বেশি আনন্দদায়ক, তবে বেদনাদায়কও বটে। প্রোফাইলে একসময় লিখেছি পেশায় চিকিৎসক, নেশায় লেখক।
লেখালেখির নেশাটা তার এতোই বেশি যে অন্যসব বাদ দিলেও লেখাটা বাদ দিতে পারেন না। লিখতে লিখতে জমে যায় প্রচুর লেখা। সেসব লেখা থেকে এবার তিনি সাতটি বই প্রকাশিত করেছেন বইমেলায়। যদিও তিনি বেশ নিভৃতচারী এবং প্রচারবিমুখ লেখক, তবুও বই মেলায় তার লেখা বইয়ের জন্য পাঠকের ভিড় প্রমাণ করে তিনি এরই মধ্যে বেশ নন্দিত লেখক হয়ে উঠেছেন।

৪ঠা ফেব্রুয়ারী, বড়দল, সাতক্ষীরায় জন্ম তার। বাবা: ডা. সফেদ আলী সানা। মা: সাহারা খাতুন। পেশায় চিকিৎসক হয়েও লেখালেখিতে অধিক মনোযোগী।

রহস্য, থ্রিলার, হরর, অতিপ্রাকৃত, সায়েন্স ফিকশনের পাশাপাশি মূলধারার গল্প উপন্যাসেও তার দতা সমানভাবে চোখে পড়ে। শিশু সাহিত্যেও তার পদচারণা ল্যণীয়। রহস্যপত্রিকা ছাড়াও প্রথম আলো, কালের কণ্ঠসহ দেশের সবগুলো শীর্ষস্থানীয় পত্রপত্রিকাতে নিয়মিত লিখছেন।

আরো পড়ুন: বইমেলায় পাওয়া যাচ্ছে আজহার মাহমুদের ‘খোলামেলা অনুভূতি’

লেখালেখির পাশাপাশি আলোওছায়া নামে সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন। দৈনিক যায়যায়দিনের সিনিয়র সাব-এডিটরের দায়িত্বে আছেন। রোদ্দুর শিশু কিশোর ম্যাগাজিন সম্পাদনা করছেন। বৈশাখী টিভি চ্যানেলে নাট্যকার প্রতিযোগীতায় পুরষ্কার জিতেছেন। অনুবাদ সাহিত্যেও তার স্বচ্ছন্দ পদচারণা।

ধুয়াশা গন্তব্যে, রূ, মৃত্যুছায়া, চক্র, মূর্তিরহস্য, ছিন্নমস্থা, পিশাচসাধক, যুযুধা, দানব, নিশাচর, হিম, দস্যিপনা, অপচ্ছায়া, রক্তচক্র, একাত্তরের রঙিন ঘুড়ি, সুন্দরবনে শিহরণ, মগজ ধোলাই, অপরাধ যাপন, আগুনের ফুল, আপনালয় তার উল্লেখযোগ্য গ্রন্থ। বেহুলা বাংলা প্রকাশনী থেকে প্রকাশিত গুরুদাসী মা নামে ৭১টি একাত্তরের বইয়ের সিরিজে তার বইটি বিশাল বাংলা সাহিত্য পুরষ্কার ২০১৬ ভূষিত হয়েছে। দেশজ পাণ্ডুলিপি প্রতিযোগিতা ২০১৮ তে উপন্যাস কাঁটাতারে পুস্পলতা ও গল্পগ্রন্থ অন্ধের শহরে একজন আয়নার ফেরিওয়ালা সাহিত্য পুরস্কার লাভ করছেন। কিশোর কলম সাহিত্য পুরস্কার ২০১৯, প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরষ্কার ২০১৯, অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরষ্কার ২০১৯ লাভ করেন।

অমর একুশে বইমেলা ২০২০ এ প্রিন্স আশরাফ এর প্রকাশিত বইসমূহ নিয়ে আজকরে প্রতিবেদন। প্রতিবেদনটি করার জন্য লেখকের সাথে কথা বলেছেন আজহার মাহমুদ।

সাতটি বইয়ের মধ্যে লেখকের উপন্যাস রয়েছে তিনটি। উপন্যাসের বইসমূহ হচ্ছে,

প্রিন্স আশরাফ
প্রিন্স আশরাফের উপন্যাস রাজশহরের পরী
১.

রাজশহরের পরী

প্রকাশনী: বায়ান্ন প্রকাশনী

স্টল ৩৬৩

২.

প্রিন্স আশরাফ
প্রিন্স আশরাফের উপন্যাস খাঁচা
খাঁচা

প্রকাশনী: নীতুল প্রকাশনী

পরিবেশক: দেশ পাবলিকেশন্স

স্টল: ২৫৩-২৫৪

প্রিন্স আশরাফ
প্রিন্স আশরাফের উপন্যাস মাটি
৩.

মাটি

প্রকাশনী: প্রিয় বাংলা প্রকাশনা

বইয়ের মূল্য: ২০০

স্টল: ২২৩-২২৪

বাকি চারটি বইয়ের মধ্যে একটি হচ্ছে যৌথ গল্পগ্রন্থ। যেটি সম্পাদনা করেছেন প্রিন্স আশরাফ। বইটিতে ১০০ জন লেখকের গল্প নিয়ে সাজিয়েছেন লেখক প্রিন্স আশরাফ।

প্রিন্স আশরাফ
প্রিন্স আশরাফ সম্পাদিক গল্পগ্রন্থ হাট্টিমাটিম টিমের ১০০ গল্প
বইটির নাম হাট্টিমাটিম টিমের ১০০ গল্প। ৩২০ পৃষ্ঠার এই বইটির মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। বইটি প্রকাশ করেছেন রোদ্দুর প্রকাশনী। বই মেলায় বইটির পরিবেশক ঝিনুক প্রকাশনী। ১৯৭-২০০ স্টলে পাওয়া যাবে হাট্টিমাটিম টিমের ১০০ গল্পের বইটি।

এছাড়া বাকি তিনটি বই লেখকের ভিন্ন ভিন্ন গল্প দিয়ে সাজানো।

প্রিন্স আশরাফ
প্রিন্স আশরাফের কিশোর গোয়েন্দা গল্প ডিটেকটিভ হেকিম হোমস
১.

ডিটেকটিভ হেকিম হোমস

বইয়ের ধরণ: কিশোর গোয়েন্দা গল্প

প্রকাশনী: বাবুই

স্টল: ৭৭৭-৭৭৮

প্রিন্স আশরাফ
প্রিন্স আশরাফের কিশোর মুক্তিযুদ্ধের গল্পগ্রন্থ পতাকার ফেরিওয়ালা
২.

পতাকার ফেরিওয়ালা

বইয়ের ধরণ: কিশোর মুক্তিযুদ্ধের গল্প

প্রবাশনী: রাতুল গ্রন্থপ্রকাশ

স্টল: ২৩৯

প্রিন্স আশরাফ
প্রিন্স আশরাফের গল্পগ্রন্থ এখানে শিরদাঁড়া মেরমত করা হয়
৩.

এখানে শিরদাঁড়া মেরামত করা হয়

প্রবাশনী: অক্ষর বৃত্ত প্রকাশনী,

বইয়ের মূল্য: ২০০

স্টল: ১৮০

সবমিলিয়ে লেখকের সর্বমোট সাতটি বই প্রকাশিত হয়েছে এবার। যার সবকটি বই এখন বইমেলায় পাওয়া যাচ্ছে। তাই আর দেরি না করে কিনে ফেলুন জনপ্রিয় এই লেখকের বইগুলো। লেখকের জন্য রইলো অনেক অনেক শুভ কামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *