কবিতাবিশেষ সংখ্যা

ঈদসংখ্যার।। মুহম্মদ নূরুল হুদা

টিএনটির ফোন ও কবি

বহুদিন পর পর। হঠাৎ হঠাৎ।
কখনো-সখনো বাজে।
টিএনটির ফোন।
উত্তর-দক্ষিণ মেরু। ওড়ে চারপায়ে।
কবিও আনেন খুঁজে। সমিল চরণ।
রিসিভার কান পাতে।
‘বলুন, বলুন’।

চলতে চলতে তারা। বলে কতো কথা।
কথায় কথায় তারা। আঁকে অমরতা।
ধিকিধিকি বুকে অগ্নি।
জ্বালে বাল্মীকি।
কবিতা লিখতে গিয়ে।
কবিকেও লিখি।

শুরুহীন শেষহীন। বিরহমিলন।
ত্রিভুবনে লেখে শুধু। জলের লিখন।
কিছুই বলে না কবি।
কিছুই বলে না।
কলম চলতে থাকে।
কবিতা চলে না।
কবিতা কবিকে লেখে।
কবি তো লেখে না।

ঢেউদরিয়া

দরিয়ানগরে
শুধু
সূর্য উঠে
সূর্য মিশে যায়,
দরিয়ানগর
শুধু
জেগে থাকে
সৃষ্টিশীল
প্রতিবিম্বতায়

আয় ওরে আয়
উড়ে উড়ে আয়
ঘুরে ঘুরে আয়
দরিয়ানগর শুধু
বেড়ে যায়
বিম্বে বিম্বে
প্রতিবিম্বে
সৃষ্টিময়তায়

যায় ওরে যায়
তরঙ্গে তরঙ্গে যায়
ফেনায় ফেনায় যায়
দরিয়ানগর যায়
মন থেকে
মনে মনে
ব্রহ্মাণ্ডের
মনদরিয়ায়

তুমিআমি
পরস্পর
গড়ি
বেলাঘর,
চোখে চোখে
চোখ রেখে
চরি চরাচর

দরিয়ানগরে এসে
কে কার অপর?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *