ঈদসংখ্যা কবিতা।। সৈয়দ এনাম উল আজিম
সেদিন
বৃষ্টি ছিল সাথে
হাঁটার মাঝেই খুঁজে ছিলাম
সুখটা শ্রাবণ পাতের
সন্ধ্যা থেকে রাতে।
সঙ্গী হওয়া আকাশ, তরু
শব্দে চলা নদী,
চলছিল মোর সাথে সাথে
দিগন্ত অবধি।
স্বপ্ন চূড়ায় পৌঁছবো যবে
হঠাৎ দেখি সেই,
তুমিটা হারিয়ে গেছো
বুকের ভেতর নেই৷
একদিন
একদিন দেখা হবে বলে
বর্ষাকে বলেছি -শেষ না হতে,
আমি ভেঁজাবো নিজকে দিনরাত৷
তোমার অমৃত সুধায়
খুঁজে নেব সব সুখ
যা পাইনি যাপিত জীবনে।
একদিন মধুরতায় ভাসবো বলে
ফাগুনকে বলেছি -তুমি যেও না।
সে আসবে আগুনে পোড়াতে
শিমুলের মাতাল ঘ্রাণে।
একদিন দেখা হবে ফের
এই স্বপ্ন বিভোরতায়
পৌষের কাছে মিনতি করেছি না যাওয়ার,
আলিঙ্গনের দীর্ঘ রাত যেন
শেষ না হয়, বুনো উষ্ণতায় মাতাল হবো
সারাটি জীবন।
বৈশাখী ঈদ
সময় ঘুড়ে দাঁড়ায় সময়ের পিঠে
আকাশে নীল নেই, রঙহীন ভিটে।
সাগরের ঢেউ গুলো ছুটে বলহীন
মেঘ নেই, ছায়া নেই বিরান জমিন।
শুন্য, শান্ত পথে মৃত কলরব,
মেঘে নেই নাচানাচি, বৃষ্টি বালক,
রোদে রোদে, ছাই হয় তামাটে শরীর,
পিপাসায় ক্লান্ত, জীবন
শুধুই অধীর ।
এ কেমন প্রকৃতি আজ তাপে পুড়ে নিদ?
আনন্দ কেমনে দেবে
আজি বৈশাখী ঈদ?