ঈদসংখ্যার কবিতা।। সাজেদা আমানী
অস্তিত্বে তুমি
হৃদয়ের গভীরে,আরো গহীনে
যে টুপটাপ শব্দ,
রোজ নিয়ম করে বয়ে যায়,
সেই নিয়মের মাঝেই বেঁধে নিয়েছি তোমায়।
সকালের চায়ের কাপে,
এক চুমুক তৃপ্ততা,
অথবা বিকেলে সূর্যাস্ত দেখায়,
যে মুগ্ধতা লুকিয়ে থাকে,
সেই সব মুগ্ধতা আর তৃপ্ততায় খুঁজে নিয়েছি তোমায়।
আমার শত ভালোলাগায়,
ভালোবাসায়,
যার একচ্ছত্র অধিকার,
সবটা জুড়েই যার অস্তিত্ব,
সেই অস্তিত্বের মাঝেই গেঁথে নিয়েছি তোমায়।।
আমার সব হাসি কান্নায়,
তুমি আমার এক টুকরো প্রতিচ্ছবি,
আমার শত চাওয়ায় আর হাজারো পূর্ণতায়,
এ অস্তিত্বের মাঝেই মিশে আছো তুমি…।
যদি তুমি চাও
যদি তুমি চাও,
হতে পারি,নীল খামে লেখা বেখেয়ালি কোনো এক চিঠির পাতা!
যার প্রতিটি অক্ষরে থাকবে ভালোবাসার ছোঁয়া আর হৃদয়ের কথকতা।।
.
যদি তুমি চাও,
এনে দিতে পারি একশো একটা নীল পদ্ম!
যার প্রতিটি পাপড়িতে পাবে আমার পরিচয় আর প্রেমের শুদ্ধতা।।
.
যদি তুমি চাও,
মুঠো ভরা জোনাকি হাতে শুনাতে পারি গান!
যার ঐকতান প্রতিধ্বণিত হবে প্রতিনিয়ত,খুঁজে পাবে পূর্ণতা।।
.
যদি তুমি চাও,
হেঁটে যেতে পারি বহুদূর,পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে!
এক নিমিষেই পাড়ি দিতে পারি সাত সমুদ্দুর।
.
যদি তুমি চাও,
আমার সব কবিতা’গুলো তোমায় দিয়ে দেব…
আমার সব স্বপ্ন’গুলো তোমায় লিখে দেব…
আমার আল্পনার তুলিতে তোমাকে এঁকে নেব…
যদি তুমি চাও… হ্যাঁ যদি ‘তুমি চাও…।
তুমি’হীনা
তুমি’হীনা আকাশ আমার সাতরঙে আর সাজে না,
তুমি’হীনা মন গহীনের বাঁশিটা আর বাজে না।
তুমি’হীনা সুখটা আমার পানসে কেন লাগে?
তুমি’হীনা এমনতো আর হয়নি আমার আগে!
তুমি’হীনা বিকেল আমার কাটতে এখন চায় না,
তুমি’হীনা সন্ধ্যাটাও তাই নামতে করে বায়না।
তুমি’হীনা চাঁদ হাসে না, নেই আকাশে তারা,
তুমি’হীনা গান শুনি যা, তাও লাগে সুর ছাড়া।
তুমি’হীনা স্বপ্ন আমার কেমন করে আঁকবো?
তুমি’হীনা আর কতদিন এমন করে থাকবো?
তুমি’হীনা গল্প আমার, মিথ্যে হবে সব,
তুমি’হীনা যায় না করা, কিছুই অনুভব।
তুমি’হীনা চাই না আমি চাওয়ার মত কিছু,
তুমি’হীনা ঘুরবো না আর সুখের পিছু পিছু।