কবিতা

নীলিমা নীলু’র কবিতা

কফি সমাচার

এক কাপ কফি সংগ দিচ্ছে আমায়
তবু্ও তোমার ভাবনা না ফুরোয়
গরম কফির ধোঁয়ার সাথে
কেবল ধোঁয়াটে কথাবার্তা হয়
যতক্ষণ গরম কফি থাকে
ততক্ষণ ধোঁয়াটে কথা চলুক
এক কাপ ধোঁয়া তোলা কফি
ঝড় তুলে প্রেমিক হৃদয় সমীরণে
কফির চুমুকে ঢেউ উঠুক
সমুদ্রে জোয়ার আসুক
জোছনা রাতে ঠান্ডা শীতে
ঘুরবো দুজন অজানা পথে
কুয়াশায় চাদর ডেকে
শীতের উষ্ণতায় এক কাপ কফি
আহা! কি দারুন অনুভূতি
কবিতা হয়ে আছো প্রতিটি চুমুকে
হাজারো গল্প বিকেলের আড্ডাতে
কফির টেবিলে দুচোখের নিরবতা
কফি গল্প শোনে কবিতা পড়ে
চলে আড্ডা, প্রেম, বিরহ, অভিমান,খুনসুটি
গরম কফির উষ্ণতা অপেক্ষায় অবিরত
পেয়ালার চুমুকে ঠোঁট জুড়াবে হাজারো ক্ষত।
অতঃপর আমি, তুমি আর কফি।

যদি বেঁচে থাকি

আবার দেখা হবে কোন উত্তাল জন সমুদ্রে
আবার দেখা হবে রাজ পথে
দেখা হবে অন্য কোন কাব্যময় জগতে
দেখা হবে কোন কবিতার মঞ্চে
দেখা হবে কোন বধ্যভূমিতে
হয়ত দেখা হবে কোন বিশাল জল ধারায়
দেখা হবে নিরজন কোন রেল পথে
দেখা হতে পারে কোন কফি সপে
দেখা হবে যদি বেঁচে থাকি
কোন এক জোছনাস্নাত রাতে
যদি বেঁচে থাকি
দেখা হবে এক কুয়াশার প্রাতে
দেখা হবে চৈত্রের শেষে
বৈশাখের আগমনী বারতায়
দেখা হবে বরষার ভারী বর্ষণে
দেখা হবে কোকিল ডাকা বসন্তে
যদি বেঁচে থাকি
আবার দেখবো শরতের খোলা আকাশ
ছুটে বেরাবো অবারিত মাঠে প্রান্তরে।
শুনতে পাব নিশিত রাতে
অজানা এক পথিকের গান
যদি বেঁচে থাকি
আমরা সবাই যেমন আছি
তেমন থাকব
প্রতিনিয়ত খোদার প্রার্থনা করবো।

শুভ জন্ম বার্ষিকী বঙ্গবন্ধু

বঙ্গবন্ধু মানে বায়ান্ন, ছেষট্টি, ঊনত্তর,
বঙ্গবন্ধু মানে উত্তাল একাত্তর।

বঙ্গবন্ধু মানে সাতই মার্চ,দশই জানুয়ারী..
সংগ্রামী জনতাকে উজ্জীবিত করার ভাষণ।

বঙ্গবন্ধু মানে দামাল ছেলেরা উঠেছিল মাতিয়া,
সুদূর টেকনাফ থেকে তেঁতুলিয়া।

বঙ্গবন্ধু মানে একটি তর্জনী,
একটি হুংকার,বাংলা দেশের স্বাধীনতা।

বঙ্গবন্ধু মানে গনতন্ত্রের জন্য সংগ্রাম,
শোষণহীন বাংলার শহর,গ্রাম।

বঙ্গবন্ধু মানে লালসবুজের নিশান,
গোটা বাঙালী জাতির মান।

বঙ্গবন্ধু মানে বাংলাদেশ পেলো বিশ্বের মানচিত্রের স্থান
বাঙালীরা গাইলো জয় বাংলা,বাংলার জয় গান।

বঙ্গবন্ধু মানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী…
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রাণ পুরুষ।

বঙ্গবন্ধু মানে শত কোটি বছরের স্বপ্নের বোনা ফসল..

বঙ্গবন্ধু মানে বাংলাদেশ,
স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক নাম।

বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সত্তা,
মুক্তি ইতিহাসের অপর নাম।

বঙ্গবন্ধু মানে বাংলাদেশ
বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু।

বাংলার ধূলিকনাতে ও মিশে আছে
জাতির জনকের নাম।
বঙ্গবন্ধু মানে বাংলাদেশের স্থপতি,দূর্বার সংগ্রাম

বঙ্গবন্ধুর আরেক নাম বাংলাদেশ
স্বাধীন বাংলায় সেই নাম অনিমেষ।

মেঘ বালিকা

হাসপাতালের আমার এক বেড পরে
বয়স কত হবে পনেরো কি ষোল
বালিকা বলা চলে,
হালকা পাতলা গড়ন
কিশোরী চঞ্চল চপলা
অথচ সমাজে চাপে সে বধূ
আজ দুই দিন হলো নিথর
হয়ে পড়ে আছে হাসপাতালের বেডে
কিশোরী বধূটি তার পেটে তিন দিন ধরে
মরা বাচ্চা ধারন করে আছে
মেঘ বালিকার স্বামী তাকে
হাসপাতালে ফেলে রেখে গেছে

অপরাধ কি কিশোরীর?
কেন সে মৃত বাচ্চা জন্ম দিল
এই টা বালিকার অপরাধ
নার্স, আয়া বলাবলি করছে
ভালো হয়ে যেন
ওর স্বামী কে যেন ডিভোর্স দেয়
এমন স্বামীকে যেন জুতা পিঠা করে
বালিকার পাশে তার মা ডেকে ডেকে
মুখে খাবার দেবার চেষ্টা করছে
মেয়েটি কিছু ই খাচ্ছে না
আমি দেখছি মেয়েটির গাল বেয়ে
চোখের নোলা জল ফেলছে
বালিকার মা চোখ মুছে দিচ্ছেন
এক হচ্ছে সন্তান হারানো ব্যথা
আরেক হচ্ছে স্বামীর অবহেলা
পরিত্যক্ত অবস্থা ফেলে যাওয়া
বালিকাটিকে মূর্ছে দিচ্ছে
আমার ব্যথাটা তীব্রতর ও
এর ব্যাপকতা অনেক বেশি
মনে হলো বালিকা টির মতো সাদৃশ্য।
বালিকা টি হয়ত ভালো হয়ে
আবার পরিবার, সমাজের চাপে
ফিরে যাবে সেই পিশাচের কাছে
ঘর কন্যার কাজে নিজেকে বিলিয়ে দিবে
হয়ত মাঝেমধ্যে সন্তান হারানো ব্যথা কুড়ে খাবে
আর কত মেঘ বালিকারা এভাবেই
পরিবার, সমাজের কাছে বলি হবে
নিজের স্বত্তাকে বিকিয়ে দিবে

এভাবেই হাজারো প্রশ্ন রেখে যাবে
মেঘ বালিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *