ইরা জেনিথ-এর কবিতা

একটি রক্ত জবা

একটি রক্ত জবার খোঁজে, আত্ম অভিমানে পেরিয়ে এসেছি নয় হাজার কবিতার দূরত্ব … শত বছরের লুকানো মিথ্যা…
আর অনেক বৃষ্টি ভেজা সকাল।
আমার সম্পূর্ণ সত্তা আজ সেই নীল ঝর্ণার জলে ভিজে আমার গহন হৃদয়ের স্পন্দনে খুঁজে নিয়েছে আমার সেই রক্ত জবা।
কিভাবে পৌঁছলাম… সে এক অধিবাস্তব মায়ার বাঁধন ছেড়ে আসবার সত্যতা, আর আমার অজস্র বৃষ্টির দাপট সইবার গল্প।
যার শুরু টা অপেক্ষার আর ধাঁধার, আর পথ চলাটা অসহ্য দীর্ঘ।
কি এক অমোঘ আকর্ষণে বাস্তবে ফিরে আসা, আর অনেক বৃষ্টি ঝরে আজ সেই আনন্দ দিয়েই আমার সম্পূর্ণ সত্তা অধির আগ্রহে অপেক্ষা করছে সেই মুহূর্তের জন্য, যখন আঙ্গুল স্পর্শ করবে সেই প্রিয় রক্ত জবা।

সাক্ষী

আমাদের মাঝের স্থানিক দূরত্ব কেবল সময়ের, আকাশ সাক্ষী।
নয় হাজার প্রতীক্ষার কবিতা শুধু তোমার অপেক্ষায়, প্রতি চন্দ্র মাসের চন্দ্রিমা সাক্ষী।
প্রতি হৃদস্পন্দনে আমার এই অসাধারণ হয়ে উঠা, উজ্জ্বল ওই জ্বলজ্বলে সূর্য সাক্ষী।
আমার এই পার্থিব অপেক্ষা শুধু তোমার জন্য, অশান্ত সামুদ্রিক ঝড়েরা সাক্ষী।
আমার গহন অনুভূতির মূর্ত প্রকাশ আমার সম্পূর্ণ সত্তা শুধু তোমার, আমার হৃদয় সাক্ষী।
ধ্বনি-প্রতিধ্বনিতে কেবল তোমার নাম উচ্চারিত হয়, আমার চিন্তা চেতনা উপলব্ধি সাক্ষী।

নির্ঘুম অপেক্ষা

এক নির্ঘুম রাতের খবর তুমি কি জানো?
নয় হাজার নির্ঘুম রাতের অন্ধকারে…তোমার তন্দ্রায় আচ্ছন্ন হয়ে আছি…
আমার হৃদস্পন্দনের কসম, এক মুহুর্তের জন্যও আমি তোমাকে ভুলিনি।
কত দীর্ঘশ্বাস তোমার অপেক্ষায় ছিলো, আরও কত একাকীত্ব তোমার অপেক্ষায় থাকবে আমার হৃদয় জানেনা…
আজো আমি মেঘ মুক্ত রাতের আকাশের তারা গুনবো…
প্রিয় আমার, তোমার কি সময় হয়না?
তোমার কি কখনো আমার কথা মনে পড়ে না?
তোমার কি কখনো জানতে ইচ্ছে করে না আমি কেমন আছি…
তুমি কাকে ভুলে আছো?
নির্জন সমুদ্র সৈকতে কার হাতে হাত রেখে ঢেউ গুন বার কথা ছিল…
তোমাকে ছাড়া… এই আমার… যে আর বিরহ সয়না…
কবে তোমার মাঝে বিরহের বোধ কাজ করবে…
আমি সেই দিনের অপেক্ষায়।

অব্যক্ত কথাগুলো

আজ আমাদের নয় বছর হোতো।
হৃদয়ের গহীনে সবটুকু ভালোবাসা দিয়ে যে সিংহাসন গড়ে ছিলাম, আজ শূন্য আরণ্যক।
অনেক বৃষ্টি ঝরে তুমি এসেছিলে, আমার দ্বৈত সূর্যের আলোয় ঝলসানো, অতীত অনাদরে অবহেলিত,
আমার আমি থেকে বিচ্ছিন্ন, আমার একাকীত্ব কে বুঝবার মতো হৃদয় অরণ্য নিয়ে।
আমার বরফে ঢাকা বহু মাথার পাহাড় গুলোতে আবীর রাঙিয়ে, তুমি যে শব্দ কথা সাজিয়ে ছিলে…
নয় হাজার উপকথায় হয়েছিলাম তোমার সাথি।
আজো সেই শ্বাশত প্রতিধ্বনি স্পষ্ট শুনছি।
তুমি হীন দিনরাত আমার অজস্র অব্যক্ত কথাগুলো কুরে কুরে খায়।
আজ পিছন ঘুরে খুব জানতে ইচ্ছে করে, কে তুমি, তুমি কার…
প্রেমের কসম, আমার শান্তির দেবদূত সত্যি জানতে ইচ্ছে করে, কেমন কাটছে তোমার দিনকাল।

One thought on “ইরা জেনিথ-এর কবিতা

  • মে ১৯, ২০২১ at ১২:৫৭ পূর্বাহ্ণ
    Permalink

    অনেক গভীর বোধের কবিতা।
    ভাষা বৈচিত্রময়তা মুগ্ধ করে দিল। অভিনন্দন কবি ইরা জেনিথকে

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *