মাহমুদা মৌ-এর কবিতা
কবিতার পোস্টমার্টেম
কবিতার উপমারা হারিয়েছে
টাইগ্রিস ইউফ্রিটিসের নিস্তব্ধ মোহনায় !
শব্দরা নির্বাক নীরব,
জমকালো আহ্বানেও দেয়না সাড়া আজকাল
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি
নির্ঘুম রাত কাঁটে বেদনাক্লান্ত
মলিন পৃথিবী, ঝাপসা চোখ তবুও
কবিতারা অকারণ অজুহাতে
আসেনা ভাব কিংবা অনুভবে !
কবিতা ভুলে গেছে
শব্দের দ্যোতনায় উদ্বেলিত মেঘমালা,
আলো আঁধারী রাতের উপমায় লুকোচুরি খেলা।
কবিতা, তুমি মানো বা না মানো
জানো বা না জানো; আমি জানি
তুমি আমার মনোভূমি!
কথা দিলাম সফেদ কাপড়ে
যন্ত্রনাগুলো মুড়িয়ে রাখবো
হিংসা, বিবাদ, লোভকে পাঠাবো বহুদূরে
বনবাসে,
গোল টেবিল বৈঠকে নীতিহীন সুবিধাবাদী
সুশীল সমাজকে ডোবা নালায় পাঠাবো মৎস শিকারে,
বৃদ্ধাশ্রম গুলোতে ছড়াবো সুখের মাতম,
বিশ্বব্রক্ষ্মাণ্ড থেকে বিষাদের কুয়াশাকে বিদায় জানাবো
লহমায়, তবুও
কবিতা, তুমি আসো;
পুস্প আবীরে রঙ না মাখো
ক্লান্তি ভোলাতে এসো
বিষণ্ণতাকে পাতালপুরীতে পাঠিয়ে দিতে এসো
তবু এসো,
অবচেতন মনে উদাসী নষ্টালজিয়ায় !
তুই চাইলেই
তুই চাইলেই মাঘের মাসে
আকাশ কালো আঁধার হয়ে
বৃষ্টি নামাতে পারি!
তুই চাইলে তোর তৃষ্ণার্ত হৃদয়
কুয়াশামাখা শিশির হয়ে
ভেজাতে পারি!
তুই চাইলে জমানো অভিমান ভুলে
গল্প কবিতা রচিতে পারি!
তুই চাইলে পৃথিবীর সব ক্লান্তি
দূরে সরিয়ে আয়েশি ভঙ্গিতে
সঞ্চয় করতে পারি কিছু চিন্তা
আকাশ, নক্ষত্রের ঋণ।
তুই চাইলে হতে পারি মধ্যরাতে
ভেসে আসা গানের সুর!
তুই চাইলে হতে পারি
নক্ষত্র রাতের পিপাসা
ভোরের পাখির কাঁপন।
তুই চাইলেই আকাঙ্খার আলোড়নে
নিজের অজান্তেই স্বপ্নঘোরে
দিতে পারি ডুব।
মন ভেজা না
অনেক দিন মন ভেজে না
এক ফালি রোদ্দুর ঢাকেনা অন্ধকার,
গুল্ম শ্যাওলার অচ্ছুত অভিমান আর
অসূয়া মেঘের অপরাগতায়
খুচরো কষ্টের গর্জনে বৃষ্টি নামে খুব
তবুও মন ভেজে না ।
কত নামে ডাকি
কত গল্প বলি অকথ্য বর্ণনার
স্বপ্ন-আরক্ত নীলিমায়
আড়ালে প্রেমিকা সাজি
তবু মন ভেজে না ।
ছায়ার মতন পিছু নিই ,
ফিসফিসিয়ে কথা বলি
অলক্ষ্যে তোর পছন্দের ফুলও হই ;
খুব যখন চায়ের তেষ্টা পায়
আমি’ই সেই চায়ের পেয়ালা হই,
তবু মন ভেজে না !
মাঝেমাঝে ভীষণ অচেনা মনে হয় তোকে,
অব্যক্ত জল জ্যোৎস্নার ধুসর পারাবারে
ফিরে আসি একা, শূন্য মরুদ্যানে
কিছুতেই চিনিনা তোকে, মন ভেজে না
আর কখনোই কোন কালে।