কবিতা।। আনোয়ার কামাল।। ফেব্রুয়ারি কবিতা উৎসব সংখ্যা
এইদিন ফিরে যাবে সেই দিনে
একদিন এই জনপদ পাখিদের অভয়ারণ্য ছিল
একদিন ঘরের কোণে ঠাঁই দাঁড়িয়ে থাকতো
নিরাপদ পাখীকুলের আবাস— কিচিরমিচির পাখি ডাকে
ঘুম ভাঙতো আমাদের পূর্বসূরিদের; এখন যেন স্বপ্ন দেখি
পাখির অভয়ারণ্য খেয়ে ফেলেছি, নদীর জলধারা শুষে নিয়েছি।
আমাদের ফিরতেই হবে পাখির কলকাকলীতে
আমাদের ফিরতেই হবে জলের নির্মল ধারায়
আমাদের ফিরতেই হবে প্রকৃতির নির্মল আনন্দে।
একদিন এই জনপদ ফিরে যাবে সেই হারিয়ে যাওয়া সুদিনে
যেতেই হবে— মানুষের ভালোবাসার প্রগাঢ় ছায়ায়
অনাবিল আশ্রমে।
জীবনের দেনা-পাওনা
জীবনের সব দেনা-পাওনা শেষ হলে
বৃত্ত থেকে খসে পড়ে ব্যর্থ শব— গোধূলি বিকেল।
এ জগতে মানুষ ভীষণ নিঃস্ব— একা
মায়াবী চিহ্ন লেগে থাকে গতরের অলিন্দে
তবুও সবকিছু শান্ত হলে বদলে যায় উদাসী বাতাস।
জীবনের সব দেনা-পাওনা শোধ হয় করোটির
গোপন কুঠুরিতে— বেওয়ারিশ বুনোহাঁস উড়ে যায়
ক্ষণিকের শান্ত নীড়ে হৈমন্তিক গোধূলিবেলায়।
জর্জ ফ্লয়েড
কালো মানুষের গোলামীর জিঞ্জির ভেঙে
মানবতার পতাকা উড়েছে আগেই—
আগল ভাঙা হাপসী গোলামী ছুটেছে ঢের আগে
এখনও রয়েছে তার বিচ্ছুরিত গাদা গাদা পরজীবী
মানুষের গায়ের রঙের ভাষা বদলায়নি যাযাবর জীবনে
একবার দম নিতে চেয়ে মাথা ঠুকে পড়ে থাকে
জীবনের সব লেনা-দেনা চুকিয়ে বৈষম্যের দাবানল
জ্বলে ওঠে দেশ থেকে দেশান্তরে—
মানুষ বড্ড বেসামাল— মানুষের রক্ত তো লালই
তবুও মানুষ প্রভেদ খুঁজে ফেরে অসীম অকাক্সক্ষায়
আমিও কালো— আমিও শোণিতে রঙিন হয়ে যাই
অবরুদ্ধ পৃথিবীর গহ্বরে
পৃথিবী অসুস্থ আজ লেগেছে মহামারী
প্রিয়তমার আঁচল থেকে খসে পড়ছে
এক একটি নক্ষত্র— আপনজন যাচ্ছে
না ফেরার গহ্বরে— মানুষ বড্ড অসহায়
ঢেউ আসছে— মরণব্যাধী মানুষে মানুষে
একাকার হয়ে যাবে— পৃথিবী অবরুদ্ধ আজ
Top of Form