নাহিদ মিশুক-এর কবিতা

বিচিত্র সুখ

যাযাবর থেকে চলমান সেই নিয়ম নিয়ে বৈধ যৌনতার নিরাপ্তায় তুমি সংসারী-
তুমি জানোনা নতুন ঠিকানা-নতুন মানুষ কতোটা ভালোবাসার ক্ষুধায় কাতর,
আমি জানি তোমার ক্ষুধা কি বিস্তর প্রান্তর।
বুঝিয়ে দেয়া প্রেমে খুবই অদক্ষ্য ছিলাম,তাই-
আমিও তোমার সাথে,তোমার মতোই,আমার সুখের খোঁজে যাই!

শেষবার

শেষ বার
আমাদের শেষ দেখা হয়েছিলো কবে
শেষের শুরুটা করেছিলো কে?
শেষবার শেষ মেশ ভালো থেকো বলে
ধরা গলা;শেষ হাসি হসেছিলো কে?
জংধরা সূর্যটা বুজে ছিলো চোখ
দিন ছুটি নিয়েছে সেইদিন,
এ কবর ভেঙে উঠি চল-
আবার দেখা হোক।

তুমিহীনতা

প্রেমের উল্টোপিঠে কি বিশাল অবহেলার চাষ!
আমার চোখের নীচে জমে থাকা নির্ঘুম রাত্রির চিহ্ন,
তোমার পার্সের মতো আবদ্ধ জগতে বন্দি;
দেখো কতোটা অন্ধকার এখানে-
কতোটা ক্ষত,
তোমাকে না পাবার কি গভীর আঘাত!
কৃষ্ণগহ্বরের মতো ভয়াবহ-
সমাধিস্থলের মতো নির্জন-
পোসমর্টামের মতো ছিন্নভিন্ন-
মূলত সবই তুমিহীনতা।
দিনের আলো,চাঁদের আলো,আমাবস্যার মাঝেও ছেদ টেনে দেয়া পুরু আঁধারের দেয়াল-
আর__ওপাশে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *