সুমন আমীন-এর কবিতা
দ্বিচারিতা
কিছু কিছু মানুষের মুখ পিষাচের হাসি হাসে
কিছু কিছু মানুষের চোখ দানবের ভয়!
বিজ্ঞানের অকল্পিত উন্নতিতে
মানুষের কাছে পরাভূত বনের হিংস্র পশু
ক্ষুধা ঝরা শীত গ্রীষ্ম নতজানু মানুষের পদতলে
তবুও আজ বিবর্তনবাদের নিগূঢ় নির্ভুল তত্ত্বে
পশুর হিংস্রতা দেখি কিছু মানবের মুখে;
ক্ষমতার অবৈধ প্রসবে
কতক মানুষ বনে ঘৃণ্য জানোয়ার ।
বাংলাদেশের কান্না
কারা যেনো আজ সজীব বাতাসে বিদ্বেষ ছড়ায়?
কারা যেনো আজ মানুষের বেশে পশু হয়ে যায়?
প্রিয় মা-মাটি ঘুমহীন জেগে আছে
যদিও দু’চোখে তার সীমাহীন অবসাদ;
সন্ত্রস্ত চোখে নির্নিমেষ চেয়ে থাকা শুধু
কখন দুপেয়ে শকুন খুবলে খায়
স্বাধীন দেশের গর্বিত পতাকা।
ক্ষমতার কামুক তৃষ্ণায়
এখানে ধর্ষিত হয় নিত্য মানবতা-ফুলের সুভাষ
ক্ষমতার শিশ্নের আঘাতে
ওই দেখো গুমরে কাঁদে প্রিয় বাংলাদেশ ।
শেষ ভরসাস্থল
তুমিই আমার শেষ ভরসাস্থল
তোমার চোখে বইছে দেখি
আমার চোখের জল।
ক্লান্ত পথিক তোমার কাছে
রেখে এলাম পা
হারিয়ে যাবার আর তো কোথাও
জায়গা খুঁজি না।
অবিশ্বাসের কশাঘাতে যখন খাবি খাই
যখন দেখি বন্দি আমি বাঁচার চাবি নাই
তখন আমার দুর্ভাবনা তুমিই করো দূর
তোমার চোখে পাইযে খুঁজে শান্ত সমুদ্দুর।
তোমার সাথে হারিয়ে যেতে
কোনো ক্লান্তি নাই
তোমার বুকের সবুজ ঘাসে
সকল শান্তি পাই ।
চারিদিকের পিশাচ গুলো
যখন দেখায় ভয়
তখন তোমার মুখচ্ছবি
ভয়কে করে জয়।
আমার মৃত স্বপ্ন গুলো
তোমার ছোঁয়ায় করে যে ঝলমল
তুমিই আমার শেষ ভরসাস্থল ।