সামিরা ইসলাম এর কবিতা

সম্পর্কের দূরত্ব


উড়ে চলে মেঘ বিষাদের ছবি বুকে নিয়ে
প্রকৃতির মন খারাপ তাই ভাঁজে ভাঁজে
বৃষ্টির বেদনাহত হৃদয় গুমরে গুমরে কাঁদে
যেদিন থেকে স্বপ্ন ভেঙে পালিয়েছে আগন্তুক।
কাক ভেজা দিন শেষে বর্ষার রাতে
ভাবাবেগের শিথানে জমে আষাঢ়ের জল।
স্মৃতিগুলো মিউজিক হয়ে বাজে তন্দ্রার ঘোরে
সম্পর্কের দূরত্ব বেড়েছে স্বপ্ন ভাঙার পরে
স্বপ্নের নিঃসঙ্গ ট্রেনলাইনের ধূসর সন্ধ্যা নামে
ভাঙ্গাচোরা মন স্টেশনে আশার বগি পরে থাকে।


পাষাণ প্রাচীর


কাজলদিঘীর লোনাজলের বৃষ্টিতে
ভিজে না পাষাণ প্রাচীর।
সেখানে নব জলপ্রপাতের জোয়ার।
যেমন ছিলো পূর্বের মিষ্টি কথার
জলোচ্ছ্বাস।
কুয়ো গভীর চোখে এখন
অঝোর ধারায় বৃষ্টি নামে
অথচ চাতক পাখি ভুলে গেছে
কথা বৃষ্টির ছন্দের গতি।


ব্যথার সিন্দুক


স্বপ্নের তরী বাইতে গিয়ে ইচ্ছে গুলো মূল্যহীন
সকল আশা উর্দ্ধে তুমি ভাঙাগড়ার খেলোয়াড়।
শিকল পরা পাখিটা তাই কাঁদে স্মৃতিচারণে-
স্বপ্ন পুড়ে আবেগ পুড়ে অনুভূতি কফিনে।
রঙের আকাশ ঢেকে আছে অন্ধকারের অন্তরালে
স্যাতসেঁতে হৃদয় জমিন শুধু গ্লানি অপমানের।
স্বপ্ন তরীর নাবিক তুমি শেষ উপহার দিলে ব্যথার সিন্দুক।


দূর্বাঘাসের নকশি স্মৃতি


অক্টোপাসের বাঁধন ভেঙে কেমন চলো!
আবেশ মাখা ভাবনাগুলো গোলকধাঁধার
অচীন দেশের পালিয়ে বেড়ায় গুটি গুটি পায়।
স্বপ্ন দেখি আজও আমি ভাবে অবুঝ মন!
দূর্বাঘাসে নকশি স্মৃতি নস্টালজিক আর্তি!
মেঘলা দিনে বৃষ্টিতে কথাজালের পিয়ানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *