কবিতা

সৈয়দ ইফতেখার এর কবিতা

কপটতা

অনেকেই হয়ত অপছন্দ করেন
কাউকে ব্যতীপাত করে মরতে চাই না।

অনেকে আজ হয়ত মনে রেখে ক্ষোভ-
ভারসাম্য ইষ্টাপত্তি!

মনে মনে বিষ পুষে সরলতার কাব্য আঁকেন
উপাসনার গানও গান
দিনের পর দিন কোলাহলে,
জমান অর্থের আর্তনাদ।

মাটির ব্যবধান বাড়ে
বালুর বিন্দু থেকে বিন্দু পৃথক হয়
আবার ইটের অট্টালিকায় চাপা পড়ে কলুষ
অসম্মানের পল্লিতে জমে শীৎকার।

পবিত্র রক্তে অশুচি বন্দনা।

প্রমা

১.
আজ তোমার কাছে হেরে যেতে চাই
তুমি জিতে গিয়ে— যে হাসি আনন্দ প্রকাশ করবে,
তাই অধমের স্বর্গসুখ!

২.
ব্যপদেশ বাদ দিয়ে একদিন এসো…
রাতের ঝিঁঝিঁ পোকার ডাকের সঙ্গে সঙ্গে তাল লয় খেলা করে,
অঙ্গে দেবো উষ্ণতা!
এই যে, তোমার না ভালো লাগে ‘ক্রিকেট’!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *