হরিৎ বন্দ্যোপাধ্যায় -এর কবিতা
আমি গল্প হয়ে দাঁড়িয়ে আছি
বটগাছের ঘুমের মধ্যে
আমি গল্প হয়ে দাঁড়িয়ে আছি
কিছু দূর হেঁটে আসার পর
এমন এক গভীর প্রদেশে পা রাখলাম
চোখেই ধরে না পাহাড় জল মাটি
চাওয়ার জন্যে হাত পেতেছি
কোথায় থাকবে ডালপালা ঘরবাড়ি
ফিরে আসার পথে দেখি
দাঁড়াবার জায়গাটুকুও অন্য পরিচয়ে ঋজু ।
কৈফিয়তের তর্জনী ঝড়
আয়নার সামনে দাঁড়ানো
পায়ের যোগফল একটি অটুট বাঁধ
রুগ্ন শরীরের রুক্ষ চুলের মতো রাগী বৃষ্টিতে
ধুয়ে গেল কিছুক্ষণ আগে
দাগ কেটে যাওয়া রক্তের চামড়া
ছায়াবৃত্তে দাঁড়িয়ে
বেতের মতো পাকিয়ে যাওয়া কিছু শুকনো পা
আকাশের মাঠে চেয়ে আছে
কৈফিয়তের তর্জনী ঝড়ের অপেক্ষায়।