কাব্যশীলন কবিতা বিষয়ক ঈদ সংখ্যা ২০২০
সময়ের অভাবে কবিদের কবিতা গুলো সঠিকভাবে সাজাতে পারিনি। এমন কি এই সংখ্যায় কবিদের যথাযথ মূল্যায়ন করতে পারিনি। তালিকা করতে পারিনি। অগ্রজ কবি এবং অনুজ কবির। আমার এই অনাকাঙ্খিত ভুল আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। যেহেতু আপনি কবি।
প্রকাশক কাব্যশীলন
চমৎকার।
“কাব্যশীলন
হতে পারিনি যোগ্য তোমার
করতে পারিনি সঠিক অনুশীলন।”
আপনাদের সাথে থাকার একান্ত আগ্রহ প্রকাশ করছি।
মানসম্মত লেখা।খুব ভাল লেগেছে।
আপনার লেখা পাঠান আমাদের কাছে মনোনীত হলে অবশ্যই আপলোড হবে। ধন্যবাদ আপনাকে।