গুচ্ছ কবিতা জাহীদ ইকবাল

জীবনপৃষ্ঠা

পৃষ্ঠা উল্টাই; জীবনপৃষ্ঠা
দেখি অফুরান কাটাকাটি; ভুলেঠাসা

কালসিটে অন্ধকার, ডুবে আছি
ডুবে যাচ্ছি…নতুন করে আর
পৃষ্ঠা উল্টাবো কি! গোল্লায় যাওয়া জীবন…

শাদা দাগ ও জলের ক্বাসিদা

এ বয়সেও ওসব হয়! ঠাকুরই ভালো জানে
ভাঙামন্দির জলে ভাসে; অমৃত নয় লোনা লোনা জলে

পিরানে দাগ লাগে; নুন নুন স্বাদ জাগে; শাদা জলের আশ্চর্য দাগ; সাঁতার জানি নে বলে সন্তরণ ভুলে
সন্তাপে কাঁপে গতর তবুও ঠাকুর কয় আরেকটু দাঁড়া; এভাবেই ঝুপ করে ঠাকুর ঘরে কাল কেউটে সন্ধ্যা নামে; এভাবেই ধুলায় গড়ায় আরতি সন্ধ্যা; বালিকার বকুলতলা…তবুও কোথাও মেলে না একফোটা তৃষ্ণার জল; ঠিলাশূন্য জলশূন্য ভয়ে ভয়ে কাঁপে বুক; আমিও হারায়ে সব, আঁচল ভরে সন্ধ্যাকুড়াই;

নুতন পিরানে শাদা শাদা দাগ;
ভয়ে ভয়ে বাড়ি দেখি আমাদের শাদাবাড়ি

চর

বেহুদাই চরে যাই

চর জাগে নাই
চর জাগলেই বা কী
আমরা এখন কি আর চরের মানুষ
চর ওঠার আগেভাগেই ব্যাবাক মানুষ জাগি যায়

বেহুদাই চরে যাই
চরের এক টুকরা ভূমিও কী আমরা পাই

চর জাগিছে চর জাগিছে
চিল্লাই চিল্লাই বেহুদাই সারাগ্রাম এক করি

রমণী

নাভির নীচে গহীন সাতরং অন্ধকার; তবু ধ্রুবসত্য ওখানেই আমার উৎকৃষ্ট জন্মোৎসব; স্বার্থক জনম; ওখান থেকেই প্রথম দেখি পৃথিবীর বিস্মিত মুখ অতঃপর আশরাফুল মাখলুকাত তারপর রক্তমাংসের দেহদাহ যুদ্ধ।

আমি রমণী আমার অস্তিত্বে আমাকে তালাশ করি;
দেখি আমার বাদামী শরীরে দগদগে ঘা; ভূপৃষ্ঠের জ্যোর্তিরময় প্রথম সুড়ংগপথ, এই পথ লৌকিক অলৌকিক জগতে অদ্ভুত জটিল, বিষাদ-মধুর। অনিন্দ্য নারী বলেই পৃথিবীর সব আশ্চর্য পুরুষচোখ আমাকে দেখে অপলক; কারণ জীবন ছুঁয়ে কোনো এক কালে আদম ছাড়া তাহারা ভ্রুণ হয়ে জন্মেছিল আমার জননী জঠরে; আমি ছিলাম আদমের বাঁ পাঁজরে, শেকড়ে…

একদিন টেরপাই; দেখি আমার শরীর হয়ে গেছে চাষযোগ্য কৃষাণের জমিন, দেখি তিনশ’ কোটি কৃষাণ আমার ভেতরে কী যে খুব খুব তালাশ ক’রে আমাকে এফোঁড় -ওফোঁড় খোঁড়ে, তাদের কর্ষণ শীৎকারে স্বর্গ নেমে আসে আমার শরীরে,দেখি আমার কর্ষিত স্তন জরায়ু জঠর ফুঁলে ফেঁপে হয়ে গেছে পোয়াতি ফসলের মাঠ; এবার আমি মা হবো ধরিত্রীর; হবো পৃথিবীর বোন।

৮ thoughts on “গুচ্ছ কবিতা জাহীদ ইকবাল

  • মে ৬, ২০২০ at ৫:১১ অপরাহ্ণ
    Permalink

    প্রতিটি কবিতাই খুব সুন্দর। আমরা আসলে জীবনের পৃষ্ঠা উল্টাই।কবির জন্য শুভকামনা রইলো।

    Reply
  • মে ৬, ২০২০ at ৭:৪৭ অপরাহ্ণ
    Permalink

    সুন্দর অলংকরণ।অর্থবহ ব্যঞ্জনা।বাহুল্লোবর্জিত আধুনিক কবিতা।বেশ লাগলো।আমি মুগ্ধ।

    Reply
  • মে ৬, ২০২০ at ৯:৩৪ অপরাহ্ণ
    Permalink

    জীবন গোল্লায় গেলো

    Reply
  • মে ৮, ২০২০ at ১:১০ পূর্বাহ্ণ
    Permalink

    চমৎকার কবিতা সংগ্রহ, পাঠে মুগ্ধতা রইল।

    Reply
  • মে ৯, ২০২০ at ৫:৩৫ অপরাহ্ণ
    Permalink

    ভালো লাগলো

    Reply
  • মে ১২, ২০২০ at ৯:২৫ অপরাহ্ণ
    Permalink

    কবি যদি আরও মনযোগী হয়ে ওঠে কবিতাগুচ্ছ হয়ে উঠবে আরও সুখপাঠ্য। আমরা পাবো কবিতার নিত্যনতুন উপাদান। কবিতাগুচ্ছ ভালো লেগেছে বলেই। আমার এ মন্তব্য।

    Reply
  • মে ২৩, ২০২০ at ৮:৩৮ পূর্বাহ্ণ
    Permalink

    “গুচ্ছকবিতা” জাহীদ ইকবাল, কবিতা গুলোর আবেদন চিরন্তন অবাস্তবতার নিরিক্ষে অংকিত ছায়াত্পথ।
    কবিতাগুলো পড়লে মনের মাঝে একটা দোলা দিয়ে যায়।
    মনছুয়ে যায়। সবমিলে কবিতাগুলো ভাল হয়েছে।
    কবিকে শুভেচছা।

    ……. কবি শওকত আলম

    Reply
  • মে ২৩, ২০২০ at ৮:৩৯ পূর্বাহ্ণ
    Permalink

    “গুচ্ছকবিতা” জাহীদ ইকবাল, কবিতা গুলোর আবেদন চিরন্তন অবাস্তবতার নিরিক্ষে অংকিত ছায়াপথ।
    কবিতাগুলো পড়লে মনের মাঝে একটা দোলা দিয়ে যায়।
    মনছুয়ে যায়। সবমিলে কবিতাগুলো ভাল হয়েছে।
    কবিকে শুভেচছা।

    ……. কবি শওকত আলম

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *