জাহিদ আল হাসান- এর গুচ্ছ কবিতা

মৃত্যু যেমন

মৃত্যু কেমন-এটা দেখতে হলে আপনাকে মরতেই হবে; আর তারচেয়েও বড়কথা- মরে গিয়ে তাকে দেখার পরেও কাউকে বলতে পারবেন না সে দেখতে কেমন!

মাটি ও মানুষ

মৃৎশিল্পের সুচারু কারুকার্যে
মানুষই এক সুনিপুণ প্রতিমা
রুহু দিয়ে রিমোট চাপলেই;
হয়ে উঠি জীবন্ত মারফত
তাই মাটিই মানব শরীর,
মৃত্যুর চিরস্থায়ী আমানত।

কাঠ

নিজে জ্বলে পুড়ে ছাই কয়লা কালো
অন্ধকারে তবু আমিই জ্বালাই আলো

পরপার

দৃশ্যত –
এপারেই কবর। তবুও কবরে ভালো থাকার কথা না বলে
আমরা বলছি ওপারে ভালো থাকবেন

ওপার-
সে কি পৃথিবীর মতো?
নাকি মায়ের পেটের গর্ভ?

এত দ্বৈতবাদ, যুগল, বন্ধন;
মরে গেলে- মানুষ তো ঈশ্বরের মতোই একা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *