ঈদ সংখ্যার ২০২০ গল্প//কতিপয় মিথ্যেবাদী রাখালদের গল্প//ইভান অনিরুদ্ধ

এক

এতোদিন পিএম জিজ্ঞেস করলেই দাঁত কেলিয়ে উত্তর দিয়েছে – চিন্তা করবেন না স্যার, আমেরিকার হাসপাতালে যা নাই আমাদের ইউনিয়ন পর্যায়ের হাসপাতালেও সেই ফেসিলিটি আছে!

পিএম ঘুণাক্ষরেও ভাবতে পারেননি তার পাশে থেকে কেউ এরকম মিথ্যে কথা বলতে পারে! অথচ পিএম রাতদিন বলে যাচ্ছেন– আমাকে তোষামোদ করার দরকার নেই। জনগণের মুখের দিকে তাকিয়ে আসল চিত্রটা আমাকে জানান। আমি তো আপনাদের রেখেছি দেশের স্বাস্থখাতের আসল চিত্রটা আমাকে বলার জন্য। টাকা লাগলে টাকা নেন কিন্তু টাকা নয়ছয় করবেন না।

কিন্তু এই ব্রুটাসের দল, এই মিথ্যেবাদী রাখালের দল পিএমের সরলতার, অন্ধের মত বিশ্বাস করার সুযোগ নিয়ে উনার পিঠে ছুরি মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে!

এই করোনা মহামারির অবরুদ্ধ সময়ে ঘরবন্দি হয়ে ভাবি- হাজার হাজার মিথ্যাবাদী রাখালদের নিয়ে পিএম একা আর কয়দিন লড়বেন? এক খন্দকার মোশতাক লোকান্তরে কিন্তু মোশতাকের বিশ্বাসঘাতকতার বীর্যে উৎপাদিত সহস্র মোশতাক পিএমের চারপাশে ঘাপটি মেরে আছে। আরো ভাবি- মুজিবকোট একটা পবিত্র পোষাক। এটা জনকের স্মৃতিমাখা পোষাক। সবার গায়ে এই পোষাক মানায় না। তারপরও একটা স্বাধীন দেশে চোর-বাটপার, দুর্নীতিবাজ, লুটেরা মুজিবকোট পরে কী অবলীলায় ঘুরে বেড়ায়! আর এরা মুখে বলে বলে ফেনা তুলে ফেলে– বংগবন্ধুর সোনার বাংলা গড়তে জননেত্রীর দুহাতকে শক্তিশালী করার জন্য আমরা দল করি।

দুই
…..
দেশে করোনা আক্রান্তের চেয়ে এখন চাল চোরের সংখ্যা বেশি। করোনা ভাইরাসের আক্রমণ যেমন থামছে না তেমনি থামছে না গরীব মানুষের জন্য বরাদ্দ দেয়া চাল চুরি! নেত্রকোনা জেলার আলমপুর ইউনিয়নেও ত্রাণের চাল বিতরণে চরম দুর্নীতি যেমন হয়েছে তেমনি হয়েছে পুকুর চুরি। এই কারণে অসহায় মানুষের হাহাকার আর আক্ষেপের সীমা নেই।

  • হুংগার বাচ্চারে ক্যারে করুনা ভাইরাসে নেয় না?
  • কার কথা কইতাছো?
    –কার কথা, সুলতাইন্যা হুংগার বাচ্চার কথা কইতাছি। সরকারে চাউল দিছে আমরারে দেওনের লাইগ্যা। এইডা আমরার হক। আর এই বিজর্মার বাচ্চা সাদা পাঞ্জাবির উপ্রে মুজিবকোট পইরা হেই চাউল চুরি কইরা খাইছে, বাজারো নিয়া বেচ্চে।
    — ভুল অইছে, বিরাট ভুল অইছে এই চুরের বাচ্চারে মেম্বর বানাইয়া।
    –ভুল না। যে বান্দির বাচ্চাই মেম্বর অইবো, হেই বান্দির বাচ্চাই গরীবের হক মাইরা খাইবো।
    –সুলতাইন্যার কী এমন অভাব-অনটন যে, রিলিফের চাউল চুরি করন লাগবো?
    –খাসলত। মাইনষের খাসলত বদলানি খুব কঠিন। আর বান্দি-গুলামের খাসলত বদলানি আরো কঠিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *