কাব্যশীলন সংবাদ

পদক্ষেপ বাংলাদেশ-এর আয়োজনে বিজয় মাসের প্রথম প্রভাত

অন্য এক আগামীর পথ ধরে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত পদক্ষেপ বাংলাদেশ। ‘কালে-কালান্তরে-মাটি-মানুষে-সমৃদ্ধ…’ শ্লোগান বুকে ধারণ করে ২০০১ সালের ১৪ অক্টোবর কয়েকজন তারুণ্যদীপ্ত সংস্কৃতি কর্মীর হাত ধরে পথচলা শুরু হয় তাদের। স্বমহিমায় দীপ্ত শিল্প-সাহিত্য-সংস্কৃতির সৃজনশীল সংগঠন পদক্ষেপ বাংলাদেশ শৈশব পেরিয়ে যৌবনের দুয়ারে করা নাড়ছে উচ্ছসিত আহবানে।

তারা স্বপ্ন দেখে একটি সুন্দর, স্বপ্নীল, শোষণহীন, শান্তি ও মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত ডিজিটাল বাংলাদেশের। যে বাংলাদেশের বুক ভরে উঠবে সুস্থ সংস্কৃতির পত্র পল্লবে। চর্চা হবে সম্প্রীতি ও সাম্যের। গড়ে উঠবে একটি নতুন সাংস্কৃতিক প্রজন্ম।

পদক্ষেপ বাংলাদেশ-এর আয়োজন, কর্মসূচী ব্যতিক্রম ও বৈচিত্রময়। তারই ধারাবাহিকতায় বিগত বছরের ন্যায় পদক্ষেপ বাংলাদেশ-এর আয়োজনে জাতীয় সংগঠনসমূহ ও শিল্পীদের অংশগ্রহণে ‘বিজয় মাসের প্রথম প্রভাত’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্তরে আগামী ১ ডিসেম্বর ২০১৯, রবিবার সকাল ৭টায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ সামাদ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পদক্ষেপ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সভাপতি বাদল চৌধুরী।

ঘোষণাপত্র পাঠ করবেন সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাতুন নিসা।

অংশগ্রহণে—

দলীয় সঙ্গীত : ক্রান্তি শিল্পীগোষ্ঠী, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র, সমস্বর, ভিন্নধারা।

দলীয় নৃত্য : স্পন্দন, নৃত্যাক্ষ।

দলীয় আবৃত্তি : ঢাকা স্বরকল্পন।

একক সঙ্গীত : সানজিদা মঞ্জুরুল হ্যাপী, আরিফুর রহমান, আবিদা রহমান সেতু, মোহনা দাশ।

একক আবৃত্তি : আহকাম উল্লাহ, নায়লা তারান্নুম চৌধুরী কাকলি, মাহফুজা আক্তার মীরা।

চরমপত্র : শহীদুল ইসলাম নাজু।

এছাড়াও থাকছে কবিকণ্ঠে বিজয়ের ছড়া ও কবিতা পাঠ ।

অনুষ্ঠান সঞ্চালনা : মানজারুল ইসলাম চৌধুরী সুইট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *