ঈদসংখ্যার ছড়া।। আর. মজিব
ঈদের খুশি
খোকা খুকি অনেক খুশি
ঈদের চাঁদ দেখে,
দু’জন মিলে নাচতে থাকে
মেহেদী হাতে মেখে।
নতুন জামা নতুন কাপড়
গায়ে নতুন ঘ্রাণ,
খোকা খুকির আনন্দে আজ
ঈদে এলো প্রাণ।
সেমাই খেয়ে হাসতে হাসতে
অনেক মজা করে,
সবার সাথে বাড়ি ফিরে
ঈদের নামাজ পড়ে।
ঈদের আনন্দ
ঈদের আনন্দ মেলাম আবার
বছর ঘুরে ভাই,
ফিন্নি সেমাই মজার খাবার
কতো মজা পাই।
খোকা খুকির নতুন জামা
হাসি-মাখা মুখ,
ঈদের দিনে ভুলে যাবো
মনের যত দুঃখ।
ধনী গরীব সবাই মিলে
আনন্দ শুধু চাই,
হিংসা বিদ্বেষ ভুলে সবাই
আপন হয়ে যাই।
খোকার ঈদ
চাঁদ উঠেছে ঐ আকাশে
ঈদের খুশি মনে,
রাত পোহালে নতুন সকাল
বলছে মুখে জনে।
সেমাই আর পায়েস খেয়ে
নতুন জামা পরে,
এদিক সেদিক ঘুরেফিরে
খোকা আসে ঘরে।
বাবার সাথে ঈদের নামাজ
পরবে খোকা আজ,
পাঞ্জাবিটা পড়ে-ই খোকার
লাগছে একটু লাজ।
ঈদের নামাজ শেষ হলো
ফিরছে খোকা বাড়ি,
ছোট্ট খোকা বড় হয়ে
চড়বে নতুন গাড়ি।