কবিতা

ঈদসংখ্যা কবিতা।। মোঃ আমিনুল ইসলাম

তাঁহার-ই স্মৃতি চুমি


টুঙ্গি পাড়ার এক নিভৃত পল্লী যে’দিন হাসলো,
পচ্ছাত পদ বাংলা কি সুখে সে’দিন ভাসলো!
খোকা নামে সেই শিশুটি বাংলার আপন বন্ধু,
কাঁপিয়েছিলেন একনায়কের লিপ্সাযুক্ত সিন্ধু!

অখ্যাত সেই গোপালগঞ্জ ইতিহাসের অধ্যায়,
চিরনিদ্রায় বঙ্গবন্ধু স্মরে বাংলা তাঁকে শ্রদ্ধায়,
মহাপ্রাণ তাঁর পাহাড় মানব প্রাজ্ঞ নিষ্ট পিতা,
বঞ্চিতদের একক মঞ্চে তাইতো মুক্তির নিতা।

বেনিয়া শাসনে ধর্ষিত জাতি লঙ্ঘিত মানবতা,
বাংলার মানুষ ক্ষুধিত রুষ্ট তাইতো উদ্দামতা।
ন্যায়ের ঝঞ্ঝা পাঞ্জা মধ্যে উচ্চারি অগ্নিবাণী,
তিনিই বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু জানি।

টেকনাফ থেকে উষ্ণতা পৌঁছে শীতল তেঁতুলিয়া ,
রূপসার ঢেউ আলোড়িত জাতি জাগে পাথুরিয়া।
এক সুতো আঁকে বাংলা জুড়িয়া বঙ্গবন্ধু ত্রাতা,
হাতে হাত রেখে যোদ্ধা সবাই ঐক্যবদ্ধ ভ্রাতা।

জন্মেছিলেন তিনি একজন তাইতো বাংলা স্বাধীন,
পতপত ওড়ে লাল সবুজের বাংলা নয়কো অধীন।
অবশেষে জাতি মুক্তির ছন্দে গড়ছে আপন ভূমি,
মহান নেতার জনমের দিনে তাঁহার-ই স্মৃতি চুমি।

ডোবে ডুবুক নাও


নীল শান্ত বিশাল অবয়বে তিনি মহাসাগর
সেই নীলান্তিকায় এঁকেছি নিজ ঠিকানা-
উঁচুনীচু সমতল গিরিখাত প্রস্রবণ সমতলে-
একাকীত্ব অবসানে প্রশান্তি সুডৌল প্রান্তরে
অবগাহনে সময় তালে সেতার সুর সে জীবনে
এলোমেলো আঙুলি লেহন সুবিন্যস্ত স্বাবলীল
সুখের আগুন ফাগুন মনের জমাট মেঘে
বৃষ্টির ফোয়ারাতে ভেজার সে কি আকুতি!
হঠাৎ কালিঝড় আঁধার আকাশের ঠিকানাটা
অস্পষ্ট সীমারেখায় এক চিত্র এঁকে পথিকের
দৃষ্টিটা ঘুরিয়ে দিয়েছে কোনো ধূসর বন্দরে।
বৃষ্টি চাই ডঙ্কায় পিপাসিত অলিন্দে হাহাকার
ফটিক জলের সুস্পষ্ট অভাবে ক্যানোলায়
সন্নিবেশিত স্যালাইন জল আজিকা ভরসা!
তবুও আকাঙ্ক্ষার জাল বোনে জেলে আজও
হয়তো ধরা দিবে রূপালী জলের রূপালী স্বপ্ন,
উঠুক না ঝড় আরো জোরে ডোবে ডুবুক নাও
অমানিশার ঘন কালো মেঘ তো সরবে তাতে!

দেশ মাতৃক শ্যামে

একটা কবিতা বিজয়ের কথা
তৃষ্ণা প্রতুল,
আনাড়ি কবির কলম কালির
রূপক অতুল!
লিখতে গেলেই শব্দের খোঁজে
রক্তের ধারা,
নবীন বধূয়া হারালো আপন
জীবনের তাড়া!

গুণি মহাজনে ত্যাগের মহিমা
লিখতে কি পারি?
খাঁটি এই মাটি লালচে প্লাবন
কান্নার সারি।
একজন কবি ঐক্যে শপথ
মুক্তির তরে,
পেছনে তাহার কত যে জনতা
গর্বের ভরে।

কতো যে জীবন হলো বলিদান
কবির কবিতা শিখতে,
তীর ধনুকের একতা মিলিয়া
হবে অভিধান লিখতে।
তিরিশ লক্ষ শহীদ জনতা
বঙ্গবন্ধু নামে,
কতো যে বোনের সম্ভ্রম হানি
দেশ মাতৃক শ্যামে।

অবশেষে হলো লেখার বিরতি
কাব্যে বাংলা রূপ,
স্বাধীন দেশের নদী কূল জুড়ে
সুস্থ ধারার ধূপ।
এতো যে ত্যাগের মহিমা ছড়ানো
একটা কবিতা সাধনে,
এসো ভাই বোন ঐক্যের হাতে
হাত রাখি এক বাঁধনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *