কাব্যশীলন সংবাদ

স্বকাল শিশুসাহিত্য পুরস্কার ২০১৮ ঘোষনা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন “স্বকাল শিশুসাহিত্য সংসদ” প্রদত্ত শিশুসাহিত্য পুরস্কার ২০১৮ এর জন্যে পদ্য শাখায় “রোদ তুলেছে আনন্দ ঢেউ” কিশোরকবিতা গ্রন্থের জন্যে শিশুসাহিত্যিক আজিজ রাহমান এবং গদ্য শাখায় “আমি বাবার লালপরি” গল্পগ্রন্থের জন্যে শিশুসাহিত্যিক ওবায়দুল সমীর বিচারকদের সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন।


সংগঠনটি বিগত তিন বৎসর যাবত চট্টগ্রাম থেকে প্রকাশিত গ্রন্থের উপর গদ্য এবং পদ্য শাখায় দুইজন শিশুসাহিত্যিককে পুরস্কৃত করে আসছে। গত কয়েক মাস পূর্বে চট্টগ্রাম থেকে ২০১৮ সালে প্রকাশিত শিশুসাহিত্যের সৃজনশীল গ্রন্থের চারকপি বই আহ্বান করেন। জমাকৃত গ্রন্থের উপর সম্মানিত বিচারকগণের প্রদত্ত নাম্বারের ভিত্তিতে সেরা দুজনকে নির্বাচিত করা হয়।
নির্বাচিত শিশুসাহিত্যিকগণকে এমাসেই অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারের নগদ অর্থ, সম্মাননাপত্র এবং ক্রেস্ট তুলে দেয়া হবে বলে সংগঠনের পরিচালক কবি অরুণ শীল নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *