কাব্যশীলন বইঘর

প্রকাশ হওয়ার পরের দিন থেকে পাঠক লুফে নিলো বিজয় নিশান

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশ হয়েছে শিশুসাহিত্যিক ফখরুল হাসানের শিশুতোষ গল্পগ্রন্থ ‘বিজয় নিশান’। বইটি প্রকাশ করেছে শিশুতোষ প্রকাশনী কালান্তর।

বইটি ইতোমধ্যে লেখকের হাতে পৌঁছেছে। বইটি পাওয়া যাচ্ছে ৩৮ বাংলা বাজারে প্রকাশনীর বিক্রয়কেন্দ্রে। লেখক জানান, গল্পগ্রন্থের কাহিনি এক কিশোর গেরিলা মুক্তিযোদ্ধাকে কেন্দ্র করে।
‘বিজয় নিশান’ বইটির অলঙ্করণ ও প্রচ্ছদ করেছেন তন্ময় হাসান। বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। আগামী বইমেলায় প্রকাশনীর স্টলেও পাওয়া যাবে বইটি।

এর আগে ২০১৬ সালে প্রথম বই হিসেবে প্রকাশ হয়েছিল কাব্যগ্রন্থ ‘হৃদয় পোড়া গন্ধ’। বইটি প্রকাশ করে হাওলাদার প্রকাশনী। একই প্রকাশনী থেকে ২০১৭ সালে প্রকাশ হয় কাব্যগ্রন্থ ‘নিমগ্ন দহন’। এছাড়া ২০১৮ সালে বাবুই প্রকাশনী থেকে প্রকাশ হয় কাব্যগ্রন্থ ‘দহন দিনের গান’।

বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন। সানজানা লাইব্রেরি ১৫/৪ তাজমহল রোড, মোহাম্মদপুর
ব্লক সি, মোহাম্মদপুর – ঢাকা ১২০৭
ফোন ০১৯৭১১৭০১১৭ অথবা ০১৭১৯২৪১৬৮৯

One thought on “প্রকাশ হওয়ার পরের দিন থেকে পাঠক লুফে নিলো বিজয় নিশান

  • angkon

    আমরাও তাহলে লুফে নিব

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *