ছড়া

ঈদসংখ্যার ছড়া।। জান্নাতুল রিকসনা

স্বর্ণালী রাত

এমনি করেই পেতাম যদি
হাজার কোটি রাত,
চাঁদনী রাতে ফুল বাগানে
হাতে রেখে হাত।

 আমায় ঘিরে রাখতো জোনাক
  গান শোনাতো তারা,
  ফুলের ঘ্রাণে আমরা দু'জন 
  হতাম পাগল পারা।

           আদর মাখা কথায় কথায়
           হেসে কুটিকুটি 
           কোমল আলো তার পায়েতে
           পড়তো এসে লুটি।

                       আমরা দু'জন স্বর্গে যেন
                        স্বর্গ আমার পাশে,
                        কাছে এসে বলতো প্রিয়,
                         কেমন ভালোবাসে।

চোখের বালি

চোখের জলে ঝরাস ব্যথা
মুখে গালাগালি ,
দূরে গেলে মরমে মরোস
কাছে চোখের বালি!

মুখে বলোস মরলে বাঁচি
বেহুশ ক্যান রে জ্বরে?
সারাক্ষণই ঘোরাঘুরি
তখন ক্যান রে ঘরে?

রূপের পিছে ছুটে আবার
ফিরে কেন আসিস?
আমার চেয়ে বেশি যদি
তারেই ভালোবাসিস!!

আর্তি

অনেক বেলা হলে পরেও
এলো না আর ঘরে,
হাজার বছর হয়না দেখা
চোখ দুটোও ভরে।

মনের কথা হয়না বলা
মনে রেখে মন
ভাবনা গুলো ঘিরে থাকে
আমায় সারাক্ষণ।

লোমশ বুকে হয় না আমার
অভয় মাথা রাখা
মেঘের মত উড়ে গেছে
মেলে দিয়ে পাখা।

তোমার জীবন তোমার

তোমার জীবন শুধুই তোমার
নিজের মত চলো,
তোমার সুখে থাকবে কেউ
কেমন করে বলো?

একটা জীবন শুধুই তোমার
নিজকে যোগ্য করো,
কিছু লোকের মুখ ভেঙ্গানো
কেন তুমি ধরো?

নিত্যদিনই তোমাকে তুমি
প্রচুর ভালোবাসো,
অন্যের হাতে ছেড়ে দিলে
হতে পারে নাশও।

২ thoughts on “ঈদসংখ্যার ছড়া।। জান্নাতুল রিকসনা

  • মোঃ শফিউল আলম

    চমৎকার

    Reply
  • মোঃ শফিউল আলম

    চমৎকার কবিতা

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *