মেলায় সিরাজুল ইসলাম মুনিরের উপন্যাস রক্ত দিয়ে নাম লিখেছি
কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধ গবেষক সিরাজুল ইসলাম মুনির-এর ‘এক সাগর রক্তের বিনিময়ে ‘ মুক্তিযুদ্ধের ওপর লেখা সব চেয়ে উচ্চাকাংখী উপন্যাস। ৮৮০ পৃষ্টা এবং অসংখ্য চরিত্রে মুক্তিযুদ্ধকে আখ্যান করে লেখা বাংলা সাহিত্যের বৃহত্তম ঐতিহাসিক উপন্যাসের সমগ্র পরিসর জুড়ে বঙ্গবন্ধু মহানায়কের মতো পরিভ্রমণ করেন। এই উপন্যাস শেষ হয়েছিল বঙ্গবন্ধুর রাজনৈতিক শক্তির উৎস ছাত্রলীগের দুই টুকরো হয়ে দুদিকে চলে যাওযার মধ্য দিয়ে। আর সিরাজুল ইসলাম মুনিরের নতুন উপন্যাস ‘রক্ত দিয়ে নাম লিখেছি’ উপন্যাসের শুরু হয়েছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। বাহাত্তর থেকে পঁচাত্তর – এই সময়বৃত্ত নিয়ে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক উপন্যাস রক্ত দিয়ে নাম লিখেছি। এ উপন্যাসে মিলে মিশে রয়েছে বঙ্গবন্ধুর ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, প্রশাসনিক ও রাজনৈতিক জীবন। বাংলা সাহিত্যে এই স্বতন্ত্র ধারার উপন্যাসটি মেলায় এনেছে আগামী প্রকাশনী।
রক্ত দিয়ে নাম লিখেছি
সিরাজুল ইসলাম মুনির
আগামী প্রকাশনী
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য ১০০০/- টাকা