বইমেলায় এসেছে জাকিয়া খানের সম্পাদনায় মুক্তিযুদ্ধে এক কিশোর
নক্ষত্র প্রকাশনী থেকে মেলায় এসেছে মুক্তিযুদ্ধে এক কিশোর। বইটি অনুলিখন ও সম্পাদনা করেছেন জাকিয়া খান। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন কিশোর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আহমেদ দুলাল। থাইল্যান্ড প্রবাসী এই মুক্তিযোদ্ধার যুদ্ধকালীন স্মৃতি উঠে এসেছে মুক্তিযুদ্ধে এক কিশোর বইয়ে। ১৯৭১ এর কিশোর মুক্তিযোদ্ধার স্মৃতিকথা দীর্ঘদিন শ্রুতিলিখনের মাধ্যমে বইয়ে রূপ দিয়েছেন জাকিয়া খান।
মুক্তিযুদ্ধে দেশের দক্ষিণাঞ্চল বিশেষত সুন্দরবনের বৃহৎ অংশের নানা ঘটনা বইটিতে যেমন উঠে এসেছে তেমনিভাবে উঠে এসেছে মুক্তিযুদ্ধকালীন সময়ের সামাজিক ও রাজনৈতিক পরিবেশও। একজন কিশোরের মুক্তিযোদ্ধা হয়ে ওঠার পেছনে রয়েছে বাংলার মানুষের মধ্যে মুক্তির আকাক্সক্ষা জাগিয়ে তুলতে বঙ্গবন্ধুর অসামান্য ভূমিকা। রয়েছে শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে জেগে ওঠা মানুষের জাগরণ। সেইসব ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হয়ে উঠেছে ‘মুক্তিযুদ্ধে এক কিশোর’ বইটি।
জাকিয়া খান এ বইয়ে শুধু অনুলিখনের মাধ্যমেই তার দায়িত্ব শেষ করেননি, বরং গবেষকের নির্মোহ দৃষ্টি দিয়ে তিনি কথকের থেকে বের করে এনেছেন যুদ্ধকালীন সময়ের অমূল্য স্মৃতি।
নক্ষত্র প্রকাশন থেকে প্রকাশিত বইটি প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছে একুশে গ্রন্থমেলায়। বইটির পরিবেশক সিঁড়ি প্রকাশন। মেলায় ৬১ নম্বর স্টল থেকে ১৫০ টাকার বিনিময়ে বইটি সংগ্রহ করা যাবে। মুক্তিযুদ্ধে এক কিশোর বইটির প্রচ্ছদ করেছেন মনিরুজ্জামান পলাশ।