কাব্যশীলন বইঘর

বইমেলায় পাওয়া যাচ্ছে আরিফা রহমান- এর উপন্যাস বৃষ্টি বিলাসী মেয়ে

ক্যাটাগরি : উপন্যাস বৃষ্টি বিলাসী মেয়ে প্রকাশকাল : একুশে গ্রন্থমেলা ২০২২

আরিফা রহমান জন্ম : ২৪ ডিসেম্বর ১৯৭৯, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার পয়ারকান্দি গ্রামে। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া মহাবিদ্যালয় থেকে বিএসসি শেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগ থেকে এমএসসি সম্পন্ন করেন। পেশাজীবন শিক্ষকতা দিয়ে শুরু করলেও দৈনিক জনতা’ পত্রিকায় সাংবাদিকতা পেশায় যাত্রা করেন ২০০৫ সাল থেকে। ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সংবাদ ২৪ ডটনেট-এর সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য। বর্তমানে তিনি নাভানা ফার্মাসিটিক্যাল লিমিটেড-এর এরিয়া ইন্টারপেইনার হিসেবে কর্মরত আছেন। খুব ছোটোবেলা থেকেই লেখালেখি শুরু করেন। ১৯৯২ সালে প্রথম লেখাও ইঁদুর পুষি’ ছাপা হয়েছিল দৈনিক ইনকিলাব পত্রিকায়। এরপর থেকে দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী বিভিন্ন পত্রপত্রিকা, অনলাইন, লিটলম্যাগ, ওয়েবম্যাগে বহু লেখা ছাপা হয়েছে। ২০০৩ সালে প্রকাশিত হয় প্রথম উপন্যাসও মুক্তির পথে’। এরপর ২০০৫ সালে প্রকাশিত হয় দ্বিতীয় উপন্যাস ‘অনেক স্বপ্নের পর’। আরও বৃষ্টি বিলাসী মেয়ে’ তার তৃতীয় উপন্যাস। ছড়া, কবিতা, গল্প উপন্যাস লেখার পাশাপাশি তিনি দেশের পত্র-পত্রিকায় সমসাময়িক বিষয় নিয়ে কলাম লিখছেন নিয়মিত।

বই নিয়ে প্রকাশকের কথা

সৃষ্টিশীল যে কোনও চিন্তা চেতনাকে স্বাগত জানাই। শ্রদ্ধা করি। এ সময়ের পাঠকনন্দিত লেখিকা ‘আরিফা রহমান’ এর উপন্যাস ‘বৃষ্টি বিলাসী মেয়ে’ সময় নিয়ে পড়েছি। উপন্যাসের মধ্যে যে কাহিনী তুলে ধরা হয়েছে তা বর্তমান সমাজের একদম বাস্তব চিত্র। মানুষের পথচলার মাঝে অনেক ঘটনাই ঘটে যার কিছু প্রকাশিত আর কিছু অপ্রকাশিত। আর অপ্রকাশিত ঘটনাগুলো জীবন প্রবাহের কোন দিকে যেতে পারে তারই একটি নির্দেশনা এই উপন্যাস ‘বৃষ্টি বিলাসী মেয়ে’। উপন্যাসে ভাষা ব্যবহারে যে প্রাঞ্জলতা প্রকাশ পেয়েছে তা হৃদয়কে আন্দোলিত করে। উপন্যাসের প্রধান চরিত্রে সুমু নামে মেয়েটির যে ভালোবাসার নিদর্শন লেখিকা তুলে ধরেছেন তা সত্যিই আমার মনে দাগ কেটেছে। শাকিব, নাদিরা, বৃষ্টি, হাবিব, তৌফিক চরিত্রগুলো বেশ অর্থবহ। এই পাণ্ডুলিপিটি বই আকারে প্রকাশ করতে পেরে ও বুনন’ ঋদ্ধ হয়েছে। আমি আশা করি আরিফা রহমান তাঁর লেখনীর মাধ্যমে জাতিকে জাগ্রত করার পাশাপাশি একদিন প্রতিষ্ঠিত লেখিকা হিসেবে নিজেকে আরও ওপরে নিয়ে যাবেন। আমি লেখিকার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।

প্রকাশক মো. খালেদ উদ্দিন
প্রকাশনী: বুনন
পৃষ্ঠা: ৯৬
মূল্য: ৩০০টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *