শিল্প-সংস্কৃতি

কবি হোসনে আরা জেমী’র জন্মদিনে কাব্যশীলনের শুভেচ্ছা

হোসনে আরা জেমী একাধারে কবি, শিশুসাহিত্যিক ও আবৃত্তিকার। তাঁর জন্ম বগুড়া জেলায় হোসনে শৈশব থেকেই তিনি শিল্প সংস্কৃতির সাথে নিজেকে জড়িয়েছেন। যুক্ত ছিলেন থিয়েটার, বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচী, রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদ। আশির দশক থেকে আবৃত্তির সাথে যুক্ত থেকে বগুড়ায় গড়ে তোলেন ‘বাঙ্ময় আবৃত্তি চক্র’ পরে ঢাকায় আবৃত্তি সংগঠন ‘স্বরিত’র সাথে যুক্ত। প্রয়াত আবৃত্তি শিল্পী শফিক করিমের সাথে জেমির তিনটি দ্বৈত আবৃত্তি এলবাম ‘বিশ্বাসী করতল’, ‘কথোপকথোন-৪’ এবং ‘ভালোবাসার মিথলজি’ বিপুল সাড়া জাগিয়েছিল সে সময়। তিনি এখন কানাডার টরেন্টোতে আবৃত্তি সংগঠন বাচনিকের সক্রিয় সদস্য।

এমন বিবিধ সাংস্কৃতিক চর্চার সাথে সম্পৃক্ত মননে কৃষ্টি ও প্রগতিশীলতার অভিযাত্রিক এর নাম হোসনে আরা জেমী আজ তার জন্মদিন। সৃজনশীল ওয়েবম্যাগ কাব্যশীলনের পক্ষ থেকে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা।

পড়াশোনা ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার, পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করে কেয়ার ইন্টারন্যাশনাল বাংলাদেশে কর্মরত ছিলেন। বর্তমানে কানাডায় বসবাসরত জেমীর পেশা বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধীদের সেবা প্রদান। মাঝে পড়াশোনা, সংসার চাকরির জন্য বিরতি নিতে হয়েছে। কিন্তু তাঁর রক্তে বয়ে যাচ্ছে শিল্প-সাহিত্যে, সংস্কৃতি তাই আবারও নতুন করে যাত্রা শুরু।

বইমেলা ২০১৯ এ জার্নিম্যান বুকস থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘বৃষ্টি করে নেবে’। দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘চিত্রপট’ প্রকাশিত হয় পেন্সিল পাবলিকেশন থেকে, ২০২০ এর বইমেলায়। ‘শত ভাবনায় বঙ্গবন্ধু’ তাঁর প্রথম সম্পাদিত কাব্যগ্রন্থ প্রকাশিত হয় রচয়িতা থেকে। শিশুতোষ প্রকাশনী পদক্ষেপ বাংলাদেশ থেকে প্রকাশিত হয় শিশুতোষ গল্প ” বিজয়ের হাসি” ২০২১ এর বইমেলায়। লেখালেখির পাশাপাশি তিনি সংগঠন প্রিয় মানুষ। অনলাইন সংগঠন এসবিএসপি’র সিনিয়র সহ-সভাপতি দায়িত্ব তিনি পালন করছেন।

One thought on “কবি হোসনে আরা জেমী’র জন্মদিনে কাব্যশীলনের শুভেচ্ছা

  • আনোয়ার রশীদ সাগর

    শুভ জন্মদিন

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *