কবি ও গল্পকার কানিজ পারিজাত-এর জন্মদিনে কাব্যশীলনের শুভেচ্ছা
কানিজ পারিজাত। জন্ম ও বেড়ে ওঠা শহরেই। তবে প্রকৌশলী বাবার বদলির চাকরি সূত্রে ঘুরেছেন নানা জায়গায় আর মিশেছেন নানারঙের মানুষের সঙ্গে। পড়াশােনায় বরাবরই মেধার স্বাক্ষর রেখেছেন একইসঙ্গে সাংস্কৃতিক জগতে উজ্জ্বল পদচারণা তার। এনভায়রনমেন্টাল সায়েন্সে বিএসসি অনার্স ডিগ্রি নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন, বুয়েটে অধ্যয়ন করেছেন ওয়াটার রিসাের্স অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টে। পরিবারে সাংস্কৃতিক আবহ তাকে অনুপ্রাণিত করেছে। বিসিএস ( প্রশাসন ) ক্যাডারে কর্মরত একমাত্র বােনও যুক্ত লেখালেখির ভুবনে। সাংস্কৃতিক পরিমণ্ডলে বহুমাত্রিক পদচারণা কানিজ পারিজাতের অভিনয় ও কবিতা আবৃত্তিতে অর্জন করেছেন একাধিক পুরস্কার । খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে গড়ে তুলেছেন নাট্যদল কৃষ্টি অভিনয়ের পাশাপাশি দলটির নাট্যনির্দেশক এবং সভাপতি হিসেবে কাজ করেছেন। লেখালেখির জগতে তার প্রথম আত্মপ্রকাশ কবি হিসেবে। তার লেখা কবিতা ও গল্প একাধিক পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে। তাঁর প্রথম গল্পগ্রন্থ ‘মেঘের চিত্রকর’ ২০১৮ সালে, ‘জলশিহরন’ ২০১৯ সালে ও তৃতীয় গল্পগ্রন্থ সুলতানা বিবিয়ানা ২০২০ সালে প্রকাশিত হয় এবং পাঠক নন্দিত হয়। তিনি ২০২০ সালে ছোটগল্পে এসবিএসপি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। বিসিএস ( তথ্য ) ক্যাডারের কর্মকর্তা কানিজ কাজ করছেন। বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক পদে। স্বামী মিজানুর রহমান একজন ব্যাংকার এবং দুই সন্তান। আবরার এবং রাইদা। অবসর সময় কাটে বই আর গানের সঙ্গে প্রকৃতির সান্নিধ্যে। গুণী এই লেখক এর জন্মদিনের কাব্যশীলনের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।